আপনজন ডেস্ক: অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি) মুসলিম পুলিশ অফিসারের দাড়ি রাখার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের সিদ্ধান্তকে কেবল বৈধই নয়, বহুত্ববাদী সমাজের প্রতিটি বিভাগ এবং ব্যক্তির ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতার সাংবিধানিক অধিকারের সাথেও সামঞ্জস্যপূর্ণ বলে মনে করে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র ডঃ সৈয়দ কাসিম রসুল ইলিয়াস এক প্রেস বিবৃতিতে বলেছেন, মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি ভিক্টোরিয়া গৌরী পুলিশ কর্মী আবদুল কাদিরের হজের পর দাড়ি রাখা নিয়ে যে মত দিয়েছেন তা ভুল নয়, বরং ধর্মীয় রীতি অনুসরণ করায় তাকে যে শাস্তি দেওয়া হয়েছে তা ভুল। এই সিদ্ধান্ত শুধুমাত্র দেশের সংবিধানে প্রদত্ত ধর্মীয় স্বাধীনতা অনুসারে নয়, ১৯৫৭ সালের মাদ্রাজ পুলিশ গেজেট অনুসারেও করা হয়েছে, যা মুসলিম পুলিশ অফিসারদের দাড়ি রাখার অনুমতি দেয়। বিচারপতি গৌরী তার রায়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছিলেন যে ভারত বিভিন্ন ধর্ম এবং রীতিনীতির দেশ। এর সৌন্দর্য এই বৈচিত্র্যকে বজায় রাখার মধ্যে নিহিত রয়েছে যে এখানে প্রতিটি নাগরিককে তাদের বিশ্বাস এবং সংস্কৃতি অনুসারে জীবনযাপনের অধিকার দেওয়া হয়েছে। ড. ইলিয়াস আরও বলেন, দেশের বিভিন্ন আদালতে এ ধরনের অনেক মামলা রয়েছে, যেখানে পুলিশ ও সেনাবাহিনীতে থাকা মুসলিম অফিসারদের দাড়ি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই সিদ্ধান্তটি কেবল এই সমস্ত ক্ষেত্রে একটি মাইলফলক হিসাবে প্রমাণিত হবে না, তবে ইউনিফর্ম সিভিল কোডের নামে দেশে ব্যক্তিগত আইন এবং প্রথাগত আইনগুলি বাতিল করার চেষ্টা করা ব্যক্তি বা সরকারগুলির পাশাপাশি বিভিন্ন রাজ্যের স্কুল ও কলেজ প্রশাসন এবং রাজ্য সরকারগুলির জন্য যারা হিজাব সম্পর্কে অপ্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছেন তাদের জন্যও একটি সতেজ শিক্ষা হিসাবে প্রমাণিত হবে। আদালত তার রায়ে আবদুল কাদিরের সাজাকে দুঃখজনক ও অসাংবিধানিক বলে অভিহিত করে পুলিশ কমিশনারকে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct