আপনজন ডেস্ক: কোভিড-১৯ -এর ফলে অনাথ শিশুদের পিএম কেয়ারস ফর চিলড্রেন প্রকল্পে অর্ধেকেরও বেশি আবেদন কোনও কারণ ছাড়াই বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক ৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৬১৩টি জেলা থেকে ৯,৩৩১টি আবেদন পেয়েছে। তবে ৩২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৫৮টি জেলা থেকে মাত্র ৪,৫৩২টি আবেদন মঞ্জুর হয়েছে।
মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, ৪,৭৮১টি আবেদন বাতিল করা হয়েছে, ১৮টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে, তবে বাতিলের পিছনে কারণ উল্লেখ করা হয়নি।
২০২১ সালের ২৯ মে ভারতে কোভিড-১৯ এর কারণে চালু হওয়া পিএম কেয়ারস ফর চিলড্রেন স্কিমের লক্ষ্য ছিল ১১ মার্চ, ২০২০ থেকে ৫ মে, ২০২৩ এর মধ্যে মহামারীতে বাবা-মা, আইনী অভিভাবক, দত্তক নেওয়া বাবা-মা বা জীবিত পিতামাতাকে হারানো শিশুদের সহায়তা করা।
রাজ্যগুলির মধ্যে রাজস্থান, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে যথাক্রমে ১,৫৫৩, ১,৫১১ এবং ১,০০৭ টি আবেদন জমা পড়েছে।
এই রাজ্যগুলিতে অনুমোদনের হার মহারাষ্ট্র থেকে ৮৫৫টি, রাজস্থান থেকে ২১০ জন এবং উত্তরপ্রদেশ থেকে ৪৬৭ জন। আধিকারিকরা জানিয়েছেন যে এই প্রকল্পটি চালু হওয়ার এক বছর পরে, মন্ত্রক ৩৩ টি রাজ্য এবং ৬১১ টি জেলা থেকে ৯,০৪২ টি আবেদন পেয়েছে, যার মধ্যে ২০২২ সালে ৪,৩৪৫ টি আবেদন অনুমোদিত হয়েছিল।
গত বছর সংসদে প্রাক্তন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি বলেছিলেন, কোভিড-১৯ মহামারীর কারণে বাবা-মা উভয়কেই হারানো ৪০০০ এরও বেশি শিশুকে প্রধানমন্ত্রীর কেয়ার প্রকল্পের আওতায় সহায়তা করা হচ্ছে। গত বছর অগাস্টে লোকসভায় মন্ত্রী জানিয়েছিলেন, এই প্রকল্পে যে ৪,৪১৮ জন শিশুকে সাহায্য করা হচ্ছে, তার মধ্যে ৮৩৬ জনই মহারাষ্ট্রের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct