রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: ভুয়ো তথ্য দিয়ে ওবিসি সার্টিফিকেট বানিয়ে পঞ্চায়েত ভোটে জিতেও শেষ রক্ষা হল না। তদন্তে শংসাপত্র জাল প্রমাণিত হওয়ায় সদস্যপদ খারিজ হল তৃণমূল কংগ্রেসের এক গ্রাম পঞ্চায়েতের সদস্যার। ঘটনায় রীতিমতো সোরগোল সৃষ্টি হয়েছে ফরাক্কা ব্লকের ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের বেওয়া-২ গ্রাম পঞ্চায়েতের তিলডাঙ্গায়। জঙ্গিপুরের মহকুমা শাসক একাম জে সিং শনিবার এক নির্দেশিকায় বেওয়া- ২ গ্রামপঞ্চায়েতের সদস্যা রেখা খাতুনের সদস্যপদ বাতিল বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ফরাক্কা ব্লকের বেওয়া-২ দুই গ্রাম পঞ্চায়েতের মোট আসন - ১৭।
গত পঞ্চায়েত নির্বাচনে ১২ টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস । তিনটি আসনে জয়ী হয় সিপিএম, একটি আসনে জয়ী হয় নির্দল এবং একটি আসন থেকে জয়লাভ করে বিজেপি । পরে সিপিএম থেকে একজন সদস্য দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল কংগ্রেস বেওয়া - ২ নম্বর গ্রামপঞ্চায়েতে বোর্ড গঠন করে। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পর সিপিএমের তিলডাঙা শাখা কমিটির সম্পাদক শাকির শেখ তৃণমূল পঞ্চায়েত সদস্যা রেখা খাতুনের বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি তাঁর জাতিগত শংসাপত্র জাল করে পঞ্চায়েত নির্বাচনে লড়েছিলেন এবং সংরক্ষিত আসনে তিনি জয়লাভ করেছেন। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শাকির শেখ। আদালতের নির্দেশে রেখা খাতুনকে ‘শোকজ’ করে জেলা প্রশাসন। তদন্তে অভিযোগ প্রমানিত হওয়ায় রেখা খাতুনের ওবিসি সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করেন। তার পরিপ্রেক্ষিতে জঙ্গিপুর মহকুমা শাসক রেখা খাতুনের পঞ্চায়েত সদস্য পদ বাতিল বলে ঘোষণা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct