সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিবাদের জেরে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষে জখম হলো ৫ জন। গ্রামবাসীরা তাদের উদ্ধার করে প্রথমে কানাপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। দু’জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার রামচন্দ্রপুর ডাঙাপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে খবর, বসত ভিটের ভাগ-বাঁটোয়ারা নিয়ে দুই ভাই নাসিম শেখ ও আলামিন শেখের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। শুক্রবার সকালে নাসিম শেখের বাড়িতে মিটার বসানোর জন্য বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আসেন। অভিযোগ, আলামিন শেখ ও তার পরিবারের লোকজন মিটার বসাতে বাধা দেয়। এই নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি অস্বাভাবিক দেখে মিটার না বসিয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ফিরে যান। এরপরেই দুই ভাইয়ের পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। একে অপরের উপর বাঁশ, লাঠি, হাঁসুয়া নিয়ে হামলা চালায়। সংঘর্ষে দু’পক্ষের মোট পাঁচজন জখম হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct