তানজিমা পারভিন, হরিশ্চন্দ্রপুর, আপনজন: বাবা সারাদিন মদ্যপ অবস্থায় থাকতো। তার প্রতিবাদ করত ছোট ছেলে।তা নিয়ে বিবাদের সূত্রপাত। সেই রাগেই বাবাকে গলা টিপে খুন করে ছোট ছেলে। দুই মাস পর সেই রহস্য মৃত্যুর কিনারা পুলিশের হাত ধরে। পুলিশের জালে ছোট ছেলে। সমগ্র ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য। চলতি বছরের মে মাসের ১২ তারিখ হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ভালুকা বাজার এলাকার বাসিন্দা হরেশ পাসোয়ানের (৬৮) রহস্য মৃত্যু হয়।বাড়ি থেকেই তার মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের লোকেরা আশঙ্কা করেন হরেশ বাবু আত্মঘাতী হয়েছেন। হরিশ্চন্দ্রপুর থানায় উনার বড় ছেলে সুমিত পাসোয়ান রহস্য মৃত্যুর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে পুলিশ।এই মামলায় তদন্তকারী অফিসারের দায়িত্ব নেন খোদ আইসি মনোজিৎ সরকার। কিন্তু তদন্ত নেমে কেঁচো খুঁড়তে বের হয় কেউটে। পুলিশ বুঝতে পারেন হরেশ বাবু আত্মঘাতী হননি।তাকে গলা টিপে খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর কারণ আরো স্পষ্ট হয়। কিন্তু কে খুন করল? কেনই বা এক বৃদ্ধ কে খুন করা হল?সেই তদন্ত করতে গিয়ে আরো বিস্ফোরক তথ্য উঠে আসে।জানা যায় হরেশ বাবু মদ্যপ অবস্থায় থাকতেন।এই নিয়ে ছোট ছেলে বাবার প্রতিবাদ করতো।বাবার সঙ্গে ছেলের ঝগড়া লেগে থাকতো। সেই রাগেই বাবাকে খুন। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে সঞ্জয় পাসোয়ান কে।পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয়েছে চাঁচল মহকুমা আদালতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct