আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গে গণপিটুনির হত্যার ঘটনায় রাজ্যবাসীর উদ্বেগের সঙ্গে জামাআতে ইসলামী হিণ্দের রাজ্য সভাপতি ডা. মসিহুর রহমান গভীর উদ্বেগ ব্যক্ত করে সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, গণপিটুনি বন্ধের জন্য রাজ্যের পুলিশ-প্রশাসন ও সংশ্লিষ্ট রাজ্য দফতরকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। মবলিঞ্চিং-এর ঘটনা অন্যান্য রাজ্যে সংঘটিত হওয়ার নজির অনেক রয়েছে। এই রাজ্য এমন ধরণের ঘৃণ্য অপরাধমূলক অপকর্ম থেকে নিরাপদ ছিল। লোকসভা নির্বাচনের ফলাফল পরবর্তীকালে গণপিটুনির ঘটনা যে কয়েকটি সংঘটিত হয়েছে এর পিছনে কোন গোষ্ঠীর হাত আছে তা সরকারকে উপলব্ধি করে এর বিরূদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। গণপিটুনির বিষয়ে রাজ্য সরকার ২০১৯ সালে যে বিল বিধানসভায় পাশ করেছিল, রাজ্যপালের স্বাক্ষরের অভাবে আইনে পরিণত হতে অসুবিধার সম্মুখীন।
মাননীয় রাজ্যপাল শান্তি-শৃংখলা রক্ষার্থে বিলটিকে আইনে পরিণত করতে সহায়তা দানের দাবী জানিয়েছেন জামাআতের রাজ্য সভাপতি।
উল্লেখ্য, আজকে এই বিষয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করে একটি স্বারকলিপি জামাআতে ইসলামী হিন্দের তরফ থেকে দেওয়া হয়েছে। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকারকে যে যে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলিকে বাস্তবায়িত করতে আন্তরিক হতে হবে দাবী জানানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct