আপনজন ডেস্ক: কোপা আমেরিকায় গতকাল সকালে অনুষ্ঠিত কলম্বিয়া–উরুগুয়ে সেমিফাইনাল ম্যাচ শেষে বাজে দৃশ্য দেখা গেছে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামের গ্যালারিতে। কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন উরুগুয়ের খেলোয়াড়েরা। এ ঘটনার তদন্তে নেমেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। উরুগুয়েকে ১–০ গোলে হারিয়ে কলম্বিয়া ফাইনালে ওঠার পর মাঠের কাছাকাছি গ্যালারির একটি প্রান্তে বেশ বড় জটলা দেখা যায়। টিভি ফুটেজে দেখা যায়, সেখানে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারধরে জড়িয়ে পড়েন উরুগুয়ের খেলোয়াড়েরা। উরুগুয়ের তারকা স্ট্রাইকার দারউইন নুনিয়েজ মারামারিতে বেশ উৎসাহী ছিলেন। কলম্বিয়ার সমর্থকদের তাক করে একের পর এক ঘুষি মেরেছেন। যদিও বেশির ভাগই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। চোটের কারণে সেমিফাইনালে খেলতে না পারা উরুগুয়ে সেন্টারব্যাক রোনাল্ড আরাউহোও এ সময় নুনিয়েজের পাশে ছিলেন এবং ঘুষি মেরেছেন।
উরুগুয়ে ডিফেন্ডার হোসে মারিয়া হিমিনেজ সংবাদমাধ্যমকে বলেন, গ্যালারির ওই অংশে উরুগুয়ের খেলোয়াড়দের পরিবারের সদস্যরা ছিলেন। তাঁদের কারও কারও সঙ্গে বাচ্চাও ছিল। কলম্বিয়ার সমর্থকেরা তাঁদের প্রতি আক্রমণাত্মক আচরণ করেন বলে অভিযোগ করেন হিমিনেজ। আর এ ঘটনা থেকেই মারামারির সূত্রপাত। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct