আপনজন ডেস্ক: মৌসুমী ঝড় আলবার্তোর পর হারিকেন বেরিল আঘাত হেনেছে মেক্সিকোতে। এতে দেশেটির উত্তরাঞ্চলীয় তামাউলিপিয়াসের শহুরে অঞ্চলগুলোতে ঢুকে পড়েছে অন্তত ২০০ কুমির। আলবার্তোর কারণে দেশটিতে জুনে প্রচুর বৃষ্টিপাত হয়। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, জুন থেকে এখন পর্যন্ত অন্তত ২০০টি কুমিরকে শনাক্ত ও ধরা হয়েছে।
বৃষ্টির কারণে উপকূলীয় উপহ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে কুমিরগুলো তাম্পিকো, সিউদাদ মাদেরো এবং আল্টামিরার মতো শহরে ঢুকে পড়ে। এ তিনটি শহর থেকে অন্তত ১৬৫টি কুমির শনাক্ত ও ধরা হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাস্তাঘাট ও ড্রেন যেগুলো বৃষ্টির পানিতে ডুবে গিয়েছিল, সেখানকার পানি কমে যাচ্ছে। এসব জায়গায় এখন আরো বেশি পরিমাণে কুমিরের দেখা মিলতে পারে।
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে শহুরে এলাকায় কুমির ধরা পড়ার বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশিত হচ্ছে। এরপরই বিষয়টি সবার নজরে এসেছে।
মেক্সিকোতে কুমির একটি সংরক্ষিত প্রজাতির প্রাণী। দেশটিতে কুমিরের দ্বারা সাধারণ মানুষের আক্রান্ত হওয়ার ঘটনা খুবই বিরল। তবে মাঝে মাঝে কুমিরের আক্রমণের বিষয়টি সামনে আসে।
হারিকেন বেরিল প্রথমে ক্যারিবিয়ান অঞ্চলে তাণ্ডব চালায়। এরপর এটি মেক্সিকোর উপকূল এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরের দিকে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct