আপনজন ডেস্ক: শিবসেনার উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের পর শুক্রবার মুম্বই সফরে গিয়ে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এসপি) সভাপতি শরদ পাওয়ারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিনের সফরে মুম্বইয়ে থাকা তৃণমূল কংগ্রেস নেতা এর আগে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে তাঁর বান্দ্রার বাসভবন ‘মাতোশ্রী’তে দেখা করেন।
উদ্ধব ঠাকরের সঙ্গে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, এনডিএ সরকার বেশিদিন টিকবে না। মমতা বলেন, এই সরকার স্থিতিশীল সরকার নয়, সরকার নাও চলতে পারে। মমতা এ বিষয়ে বলেন, খেলা শুরু হয়ে গেছে, চলবে।
অন্যদিকে, ২৫ জুনকে ‘সংবিধান হত্যা দিবস’ ঘোষণার প্রতিক্রিয়ায় মমতা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে জরুরি অবস্থার মতো সময় সবচেয়ে বেশি দেখা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ভারতীয় দণ্ডবিধি (আইপিসি), ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) এবং ভারতীয় প্রমাণ আইনের পরিবর্তে যথাক্রমে তিনটি আইন - ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএসএস), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) এবং ভারতীয় সাক্ষ্য অধিকারম (বিএসএ) যখন সংসদে উপস্থাপিত হয়েছিল তখন কারও সাথে পরামর্শ করা হয়নি। তাই তিনি বলেন, আমরা জরুরি অবস্থা সমর্থন করি না। (কিন্তু) চ্যারিটি বিগিনস অ্যাট হোম। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে উদ্ধব ঠাকরের শিবসেনার হয়ে প্রচারে যাবেন বলে জানিয়েছেন মমতা। উল্লেখ্য, শিবসেনা (ইউবিটি) এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস উভয়ই বিরোধী ব্লকের অংশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct