আপনজন ডেস্ক: সুপ্রিম কোর্ট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বড়সড় স্বস্তি পেল। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের মামলাকে শুনানিযোগ্য বলে বিবেচনা করেছে এবং কেন্দ্রের যুক্তি খারিজ করেছে। বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ মনে করে, এফআইআর করার ব্যাপারে রাজ্য সরকারের সম্মতির প্রয়োজন রয়েছে সিবিআইয়ের। মামলার পরবর্তী শুনানি ১৩ অগাস্ট।
সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা আইন অনুযায়ী তার যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাব। আদালত উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ৮ মে রায় সংরক্ষণ করেন। বিচারপতি বিআর গোয়াই এবং বিচারপতি সন্দীপ মেহতার একটি বেঞ্চ বলেছে যে সিবিআইকে তদন্তের জন্য রাজ্যের সম্মতি নিতে হবে। আইনগত অধিকার অবশ্যই সংবিধানের প্রেক্ষাপটে উত্থাপিত হবে এবং ফেডারেল ক্ষমতা থেকে সুরক্ষা অন্তর্ভুক্ত করবে। উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ নভেম্বর, পশ্চিমবঙ্গ সরকার তার এখতিয়ারের অধীনে তদন্ত পরিচালনা করার জন্য দিল্লি পুলিশ স্পেশাল এস্টাব্লিশমেন্ট আইনের ধারা ৬এর অধীনে সিবিআইকে দেওয়া পূর্ব সম্মতি প্রত্যাহার করেছিল। পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছিল যে রাজ্য কেন্দ্রীয় সংস্থা থেকে সম্মতি প্রত্যাহার করা সত্ত্বেও, সিবিআই আমাদের অনুমোদন ছাড়াই বেশ কয়েকটি মামলার তদন্ত করছে। পশ্চিমবঙ্গ সরকার সংবিধানের কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে মামলাগুলির শুনানি হয় শুধুমাত্র সুপ্রিম কোর্টে। উল্লেখ্য যে দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট অ্যাক্টের ২এর অধীনে, সিবিআই শুধুমাত্র কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিতে অপরাধের নিজস্ব তদন্ত শুরু করতে পারে। রাজ্যগুলিতে কোনও তদন্ত শুরু করার আগে, সিবিআইকে দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট অ্যাক্টের ধারা ২ এর অধীনে উল্লিখিত রাজ্য সরকারগুলির সম্মতি নিতে হবে। অনেক রাজ্য সরকার ইতিমধ্যেই সিবিআইকে এই সম্মতি দিয়েছে। আবার অনেকে দেয়নি। সেই সম্মতি না দেওয়ার তালিকায় আছে পশ্চিমবাংলা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct