সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বি এড ও স্পেশাল ডি এল এড কোর্স করে প্রাথমিক শিক্ষকের চাকরি পাওয়া শিক্ষকদের এবার জোর করে ডিএলএড কোর্স করানোর চেষ্টার অভিযোগ উঠল বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিরুদ্ধে। এই অভিযোগকে সামনে রেখে অবিলম্বে সিদ্ধান্ত বদলের দাবী তুলে এবার বড়সড় বিক্ষোভে নামল প্রাথমিক শিক্ষকদের ওই অংশ। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চাপিয়ে দেওয়া এই নির্দেশ তাঁরা কোনোভাবেই মানবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা।
আদালতের নির্দেশে বেশ কয়েক বছর আগে বিএড ও স্পেশাল ডিএড কোর্স করা প্রায় ২২৫ জন চাকরীপ্রার্থীকে নির্দেশ দেয় বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। তারপর থেকেই ওই চাকরী প্রার্থীরা জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা হিসাবে কাজ করে আসছেন। সম্প্রতি এই শিক্ষক শিক্ষিকাদের ডেকে দ্রুত দু বছরের ডি এল এড কোর্স করার জন্য মৌখিক নির্দেশ দেয় বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। আর এতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে বিএড ও স্পেশাল ডিএড করে চাকরী পাওয়া ওই প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। আজ ওই প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবী আদালতের নির্দেশ অনুযায়ী স্পেশাল ডিএড ও বিএড করে চাকরী পাওয়া ওই হিক্ষক শিক্ষিকাদের শিক্ষাগত যোগ্যতা দু বছরের ডিএল এড প্রশিক্ষণ নেওয়া শিক্ষকদের সমতূল্য। তারপরেও বেতনের ক্ষেত্রে প্রশিক্ষণহীন হিসাবে তাঁদের গণ্য করে আসছে প্রাথমিক বিদ্যালয় সংসদ। এরপর মড়ার উপর খাঁড়ার ঘা এর মতো নতুন করে দু বছরের ডি এল এড এর প্রশিক্ষণ নেওয়ার জন্য চাপ দিচ্ছে প্রাথমিক বিদ্যালয় সংসদ। এই নির্দেশ তাঁরা কোনোভাবেই মানবেন না প্রয়োজনে ফের তাঁরা আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দাবী এসবই করা হয়েছে আদালত ও সরকারের নির্দেশিকা মেনে। শিক্ষক শিক্ষিকাদের ওই অংশ তা না মানলে আগামীদিনে ওই শিক্ষক শিক্ষিকারাই সমস্যায় পড়বেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct