অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দ্বিতীয় দিনেও কর্ম বিরতি পালন করলেন বালুরঘাট সদর হাসপাতালের অস্থায়ী কর্মীরা। নিয়মিত বেতনের দাবিতে মঙ্গলবার সকাল থেকেই কর্মবিরতিতে সামিল হন হাসপাতালের অস্থায়ী কর্মীরা। তবে অত্যন্ত জরুরি কিছু ক্ষেত্রে কাজ স্বাভাবিক রাখার জন্য কিছু কর্মী নিযুক্ত থাকলেও নিজেদের মূল দাবিতে অনড় অস্থায়ী কর্মীরা।
উল্লেখ্য, বেতনের দাবিতে গত সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির ডাক দিয়েছে বালুরঘাট সদর হাসপাতালের অস্থায়ী কর্মীরা। এই অস্থায়ী কর্মীরা হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা সহ অন্যান্য কাজের সঙ্গে যুক্ত।
এই সমস্ত কাজের জন্য পুরোনো ভবনে প্রায় ১০০-র বেশি অস্থায়ী কর্মী রয়েছেন। এই কর্মীরা একটি এজেন্সির মাধ্যমে কাজ করে থাকেন এবং এজেন্সির মালিকের কাছ থেকেই তারা মাস মাইনে পেয়ে থাকেন। বেতন না পাওয়ার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও এজেন্সির মালিককে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই এবার নিয়মিত বেতনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে শামিল হয়েছে জেলা হাসপাতালের পুরোনো ভবনের অস্থায়ী কর্মীরা।
এ বিষয়ে আন্দোলনরত এক অস্থায়ী কর্মী জানান, ‘আমরা জেলা হাসপাতালে দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর ধরে এজেন্সির মাধ্যমে কাজ করে আসছি। কোন দিন এরকম হয়নি যে দীর্ঘ প্রায় আট মাস ধরে ট্রেজারি আমাদের বিলটি পাস করছে না। এজেন্সির মালিক কাউকে ৫০০ টাকা, কাউকে হাজার টাকা ,কাউকে দেড় হাজার এইভাবে করে প্রতি মাসে দিচ্ছেন। এইভাবে বকেয়া মেটানোর ফলে আমাদের সংসার চলছে না। গত সেপ্টেম্বর মাস থেকে এই ভাবেই চলছে। তাই আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছি।’
অন্যদিকে, দ্রুত এই সমস্যা সমাধান করবার জন্য চেষ্টা চালানো হচ্ছে বলেই বালুরঘাট সদর হাসপাতালে সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct