নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন ডেস্ক: তৃণমূল বিধায়ক তথা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যানের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য ২০১৭ সালের পরীক্ষায় ব্যবহৃত ওএমআর শিট নষ্ট করা হয়েছে বলে মঙ্গলবার কলকাতা হাইকোর্টকে জানিয়েছেন বোর্ডের আইনজীবী। মঙ্গলবার বিচারপতি রাজশেখর মান্থার একক বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন পর্ষদের আইনজীবী বলেন, মানিক ভট্টাচার্য স্বাধীনভাবে ওএমআর শিট ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিলেন। স্কুলের জন্য কোটি কোটি টাকার চাকরি মামলায় জড়িত থাকার অভিযোগে মানিক ভট্টাচার্য বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। পর্ষদের আইনজীবী আদালতকে জানান, মানিক ভট্টাচার্য ওএমআর শিট নষ্ট করার সিদ্ধান্ত নেওয়ার সময় বোর্ডের কোনও সদস্যদের সঙ্গে আলোচনা করেননি। উল্লেখ্য
সিবিআই হাইকোর্টকে জানিয়েছে, ওএমআর শিটের ডিজিটাইজড কপিও পাওয়া যাচ্ছে না। এরপরই বিচারপতি মান্থা সিবিআইকে নির্দেশ দেন, সার্ভার থেকে ওই ডিজিটাইজড কপি উদ্ধারে সাইবার ও সফটওয়্যার বিশেষজ্ঞদের সাহায্য নিতে হবে।
মঙ্গলবার বিকেলে সিবিআই আধিকারিকরা দুজন সাইবার ও সফটওয়্যার বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে আউটসোর্সড এজেন্সির অফিসে তল্লাশি অভিযান চালান।
বিচারপতি মান্থার নির্দেশ অনুযায়ী, সিবিআই এই মামলায় বিশেষজ্ঞ নিয়োগের পুরো খরচ বহন করবে ডব্লিউবিবিপিই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct