আপনজন ডেস্ক: রাজ্যজুড়ে কৃষি পণ্যের দাম এখন লাগাতার বেড়ে চলেছে। ফলে, আকাশছোঁয়ার হচ্ছে সবজি। আর তাতে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ মানুষের। এই কৃষি পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়া নিয়ে বিশেষভাবে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিশেষ বৈঠক করেন নবান্নে। মূলত কি করে সবজির দামে লাগাম দেওয়া যায় বা সবজির দাম নিয়ন্ত্রণে আনা যায় তাই নিয়েই ছিল এই বৈঠক বলে নাবন্ন সূত্রে খবর।
বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মুখ্যসচিব ভিপি গোপালিকা সহ উচ্চপদস্থ আধিকারিক তথা প্রশাসনিক কর্তারা।
এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দশ দিনের মধ্যে সবজির দাম নিয়ন্ত্রণের আনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রশাসনিক কর্তাদের। এর জন্য প্রতি সপ্তাহে টাস্ক ফোর্স মিটিং করে নজরদারি চালানোর উপর জোর দেন তিনি। যদিও সবজির দাম ব্যাপক ভাবে বৃদ্ধি হওয়া সত্ত্বেও টাস্ক ফোর্স সবজির দাম নিয়ন্ত্রণে তেমন কোনও ব্যবস্থা না নেওয়ায় ভর্ৎসনা করেন। মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন, রাজ্যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে টাস্ক ফোর্স গঠন করে দিয়েছিলাম। কিন্তু তারা ঠিকমতো বৈঠকে বসছে কিনা জানি না।
শেষ কবে বৈঠকে বসেছে টাস্ক ফোর্স কমিটি তা তার জানা নেই বলে ক্ষোভ উগরে দেন। তাই তিনি রাজ্যের মুখ্যসচিব ও পুলিশের ডিজিকে স্পষ্ট নির্দেশ দেন যত দিন না দাম কমছে তত দিন নিয়মিত টাস্ক ফোর্সের বৈঠক চালিয়ে যেতে হবে। আর প্রতি সপ্তাহে তার কি ফল তা নিয়ে রিপোর্ট জমা দিতে হবে। সেই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে টাস্ক ফোর্স যাতে সবজির দাম নিয়ন্ত্রণে আনে তার কড়া নির্দেশ দেন।
তবে সবজির দাম বাড়লেও কৃষকদের তার ফায়দা হচ্ছে না বলে মনে করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মনে করেন, সবজির দাম বৃদ্ধির ফলে মুনাফা লটুছে ফড়েরা। তাকে নিয়ন্ত্রণ করতে হবে টাস্ক ফোর্সকে।
এদিন সবজির দাম বৃদ্ধি প্রসঙ্গ এসে যেতেই আলুর দাম কোথাও কোথাও কিলো প্রতি ৪০-৫০ টাকায় বিক্রি হওয়া নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বড় ব্যবসায়ীরা আলু কোল্ড স্টোরেজে রেখে দেয় ৷ এখন ৪৫ লক্ষ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে পড়ে আছে ৷ ৬০ লক্ষ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে ছিল ৷ বাজারে যাতে আলুর টান না পড়ে তার জন্য জানুয়ারি পর্যন্ত ২৫ শতাংশ আলু রেখে দিয়ে বাকি আলু কোল্ড স্টোরেজ থেকে বের করার কথা বলেন। মুখ্যমন্ত্রীর পরামর্শ প্রতি মাসে ৫ লক্ষ টন করে ৬ মাস ধরে বাজারে যেন আলু সরবরাহ করা হয়।
তবে, বাজারে আলু সরবরাহে টান ও আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সন্দেহ, রাজ্যের বাইরে আলু চলে যাচ্ছে না তো? তাই আন্তঃরাজ্য সীমান্তে প্রয়োজনে তল্লাশি চালানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মতে, আগে আমাদের রাজ্যের চাহিদা মিটবে, তার পর অন্য রাজ্যে জিনিস যাবে। সেই সঙ্গে কোনও মজুতদার যাতে বেশি করে নিত্যপ্রয়োজনীয় সবজিগুলি নিজেদের কাছে মজুত করে না রাখে তা দেখার নির্দেশ দেন ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct