মতিয়ার রহমান, কলকাতা, আপনজন: পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিকীকরণ করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ এবং ডাইরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন সাম্প্রতিক বেশকিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। ৮ই জুলাই সোমবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ভবনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ রয়েছে এমন প্রায় ৯০ টি মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ইতিমধ্যে স্কুলগুলিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সাইন্স, কস্টিং এবং সাইবার সিকিউরিটি ইত্যাদির মত নতুন নতুন বিষয় এনেছে। এই বিষয়গুলো নিয়ে যাতে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে আগ্রহবোধ তৈরি হয় এবং বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে পড়াশোনার ক্ষেত্রে যাতে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ প্রদান করা হয় এই বিষয়কে সামনে রেখে এক সার্বিক আলোচনা হয়।
তাছাড়া পঞ্চম শ্রেণী থেকে মাদ্রাসার ছাত্রছাত্রীরা যাতে বিজ্ঞান মুখী হয়ে উঠতে পারে তার জন্য একদিকে তাদের উৎসাহ প্রদান এবং অপরদিকে সাইন্স ল্যাবগুলোর আধুনিকীকরণ করার বিষয়ে ও আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইনোরিটি অ্যাফেয়ার্স এবং মাদ্রাসা এডুকেশন এর সচিব জনাব ওবায়দুর রহমান এবং জয়েন সেক্রেটারি শান্তনু ঘোষ, ডাইরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন এর ডাইরেক্টর জনাব আবীর হোসেন, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি জনাব ডক্টর শেখ আবু তাহের কামরুদ্দীন এবং সচিব শেখ আব্দুল মান্নাফ আলী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct