নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: উপাচার্য মামলা নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই প্রসঙ্গে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন, এই রায়টা আমাদের রাজ্যে সার্বিক শিক্ষা ব্যবস্থার জন্য ভালো হয়েছে। এই রায় যেটা প্রতিফলিত হচ্ছে যা আমরা প্রথম থেকেই চেয়ে আসছিলাম। আমাদের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য মাননীয়া মুখ্যমন্ত্রী হন। এই প্রথম সুপ্রিম কোর্ট সেটাকে কার্যত বৈধতা এবং মান্যতা দিয়েছেন। নির্বাচিত মুখ্যমন্ত্রীর যে অধিকার সেটা এই রায়ের পরে প্রতিফলিত হল। গণতন্ত্রের জয় হল। ১০ কোটি বাঙ্গালির যে আশা আকাঙ্ক্ষা, কোন নমিনেট লোক নয়, সম্পূর্ণভাবে কিম্ভুতকিবাকার কার্যকলাপ চালাচ্ছে এই রাজ্যে একটি লোক। অবিলম্বে এই লোককে এখান থেকে প্রত্যাহার করুন। স্বাধীনতার পর ‘worst govornor’। এখন এটা সুপ্রিম কোর্টের বিবেচনার বিষয়। সুপ্রিম কোর্টের রায়ের পর একে এক মুহূর্ত এখানে রাখা উচিত নয়। মন্তব্য রাজ্যের শিক্ষা মন্ত্রীর।
রাজ্যপালের এটি কি পরাজয়? এই প্রশ্নের উত্তরে ব্রাত্য বসু বলেন,আমি আমার মতামত জানিয়েছি।নিট পরীক্ষাকে কেন্দ্র করে যে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠছিল, আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল প্রশ্ন ফাঁস হয়েছে এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন,সুপ্রিম কোর্ট জানিয়ে দিল প্রশ্ন ফাঁস হয়েছে এবং এর সাথে একটা দুর্নীতি জড়িয়ে রয়েছে। এর ব্যপ্তি যদি আরও বড় ভয় তাহলে এই পরীক্ষা নতুন করে নেওয়ার কথা বলা হয়েছে। আমার ধারণা খুব দ্রুত সুপ্রিম কোর্টকে এই ধরনের উচ্চশিক্ষা দপ্তর গুলোকে এই সিদ্ধান্ত নিতে হবে যে রাজ্যের পরীক্ষা রাজ্যকেই নিতে হবে। এইভাবে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জীবন নষ্ট হতে পারে না স্পষ্ট দাবি শিক্ষা মন্ত্রীর। উপাচার্য মামলা সুপ্রিম রায় প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর স্পষ্ট বক্তব্য,এই রায় আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য ভালো হয়েছে। আমরা চাইছিলাম রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলির আচার্য মুখ্যমন্ত্রী হোক। এই রায়ের ফলে সেটা প্রতিফলিত হলো। এবার মুখ্যমন্ত্রী যাদের নাম পাঠাবেন, তাদের কেই উপাচার্য হিসেবে মান্যতা দিতে হবে রাজ্যপালকে। আমি অনুরোধ করবে এই লোককে এখন থেকে প্রত্যাহার করা হোক। উনাকে সরিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব।
নিট পরীক্ষা প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, দুর্নীতি হয়েছে। প্রশ্ন ফাঁস হয়েছে। কেন্দ্রীয় সরকার যে যুক্ত রাষ্ট্রীয় কাঠামো মানছেন না। আজ সুপ্রিম কোর্টের মন্তব্যতে প্রমাণিত। আমারা যা চেয়েছিলাম, রাজ্য আলাদা ভাবে পরীক্ষা নিক। সেটা করা হোক অতি দ্রুত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct