আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের তদারকির জন্য একটি সার্চ-কাম-সিলেকশন কমিটির প্রধান হিসাবে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিতকে নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট। অারও বলা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের জন্য আদালত কর্তৃক গঠিত সার্চ কমিটি প্রার্থীদের নাম রাজ্যপালের কাছে নয়, মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে। সোমবার সুপ্রিম কোর্টের এই রায়কে ‘গণতন্ত্রের জয়’ হিসাবে বর্ণনা করেছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এদিন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ নির্দেশ দেয়, দু’সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন কমিটি গঠন করতে হবে।
কমিটির পারিশ্রমিক রাজ্য বহন করবে এবং কলকাতা হাইকার্টের প্রাক্তন প্রধান বিচারপতি ললিত কমিটির কার্যকর সভার জন্য তিন লক্ষ টাকা পাবেন। উল্লেখ্য,
পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটিতে সদস্য সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ করা হয়েছিল।
শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের ২৮ জুন, ২০২৩ এর আদেশের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের একটি আবেদনের শুনানি করছিল, যেখানে বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদাধিকার বলে এই প্রতিষ্ঠানগুলির আচার্য হিসাবে ১১টি রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য (ভিসি) নিয়োগের যে আদেশ জারি করেছিলেন তাতে কোনও বেআইনি ছিল না।
হাইকোর্টের দ্বারস্থ আবেদনকারী সনৎকুমার ঘোষ এবং পশ্চিমবঙ্গ সরকার দাবি করেছে যে রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের আদেশ অবৈধ ছিল কারণ রাজ্যপাল নিয়োগের আগে উচ্চশিক্ষা বিভাগের সাথে পরামর্শ করেননি।
সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বলেন, গণতন্ত্রের আবার জয় হবে।
ডিভিশন বসু বলেন, আদেশে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, প্রাক্তন প্রধান বিচারপতি (অবসরপ্রাপ্ত) ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন সার্চ কাম সিলেকশন কমিটি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য তিনটি করে নামের একটি প্যানেল গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ করবে। এরপর মাননীয়া মুখ্যমন্ত্রী আচার্যের কাছে তার পছন্দ অনুযায়ী প্যানেলের সুপারিশ করবেন। এমনকী কোনও নামের বিরুদ্ধে তার মতামতও দিতে পারবেন। এরপর উপাচার্য নিয়োগ করবেন আচার্য রাজ্যপাল।
সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে তৃণমূলপন্থী শিক্ষাবিদদের মঞ্চ এডুকেশনিস্টস ফোরাম বলেছে, পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা ক্ষেত্রে আচার্যের আরোপিত বেআইনি কাজ কেটে মাননীয় সুপ্রিম কোর্ট আজ প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের অধীনে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের নীতি নিশ্চিত করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct