জাকির সেখ, কলকাতা, আপনজন: অল ইন্ডিয়া কুরআনের আলো ফাউন্ডেশন এর উদ্যোগে কলকাতার ধনধান্য অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হলোসর্বভারতীয় হিফজুল কুরআনের গ্ৰ্যান্ড ফাইনাল পর্ব।
দেশের বিভিন্ন রাজ্য থেকে এক হাজার জন অনূর্ধ্ব ১৬ বছর বয়সী হাফিজ অংশগ্রহণ করে। কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে ষাটজনকে বেছে নেওয়া হয়, সেমিফাইনালে নির্বাচিত হয় সেরা ১০ জন হাফেজ। সেই সেরা ১০ জন হাফেজকে নিয়ে কলকাতার ধনধান্য অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক গ্ৰ্যান্ড ফাইনাল পর্ব। সভা পরিচালনা করেন মাওলানা নিজামুদ্দিন কাসেমী।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কর্নাটকের হাফেজ সৈয়দ আনাস, দ্বিতীয় স্থান অর্জন করে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার হাফেজ তানবীর আলম, তৃতীয় স্থান অর্জন করে হরিয়ানার হাফেজ নাফিস খান।
প্রথম পুরস্কার ১ লক্ষ টাকা ও শিক্ষকের ২০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৭৫ হাজার টাকা ও শিক্ষকের ১৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৫০ হাজার টাকা ও শিক্ষকের ১০ হাজার টাকা এবং তিনজনের জন্যই রয়েছে উমরাহ সফর। এছাড়াও চতুর্থ পুরস্কার ৩০ হাজার টাকা, পঞ্চম পুরস্কার ২০ হাজার টাকা, ষষ্ঠ থেকে দশ পর্যন্ত প্রত্যেকেই ১০ হাজার করে টাকা দেওয়া হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন মুফতি মুমতাজ আহমেদ, সেক্রেটারি মাওলানা সা’আদ কাসেমী, সদস্য হাফেজ আব্দুল কাইয়ুম, হাফেজ সাজ্জাদ হোসেন প্রমুখ।
কুরআনের আলো ফাউন্ডেশনের ২০২৩ সালের প্রথম স্থান অধিকারী হাফিজ জামিল ফারহাদ এবছর সৌদি আরবে আয়োজিত ৪৪ তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সর্বপ্রথম ভারত থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। বিচারকের দায়িত্ব পালন করেন মালেশিয়ার শায়েখ আজরাই বিন আব্দুল হক, অসমের ক্বারী মনজুর আলম, ঝাড়খণ্ডের ক্বারী আতহার গাজ্জালী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মাওলানা মঞ্জুর আলম কাসেমী, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, ইউসুফ বিসমিল্লাহি, মাওলানা বদরুল আলম প্রমুখ।
শীর্ষস্থানীয় হাফেজদের শুভেচ্ছা জানিয়েছেন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct