নিজস্ব প্রতিবেদক, ব্যারাকপুর, আপনজন: ব্যারাকপুরে একটি বেসরকারি বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের একটি গবেষণাগারে প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় অগ্নিদগ্ধ একজন ছাত্র। জানা গেছে,বারাকপুরের সদর বাজার এলাকায় একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণীর ছাত্র সৌভিক বিশ্বাস শুক্রবার কেমিস্ট্রি ক্লাসে ল্যাব প্র্যাকটিক্যাল করার সময় কেমিক্যাল থাকা টেস্ট টিউব বিস্ফোরণ ঘটে যায়। তার গায়ে এসে পড়ে ।সাথে সাথে আগুন লেগে যায়। সৌভিকের শরীরের নিচের অংশতে এসে পড়ে কেমিক্যাল সহ আগুন। গুরুতর যখন অবস্থায় তাকে হসপিটালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ আগুন লাগার পর সেই ছাত্র স্কুলে ছোটাছুটি করতে থাকে কিন্তু ল্যাব টেকনিশিয়ান এবং স্কুল কর্তৃপক্ষ কোনো রকম সাহায্য করতে আসেনি এবং বাড়ির লোককে জানাতে গেলে ছাত্রকে ধমকি দেওয়া হয়। তারপর সেই ছাত্রকে বেলঘড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। বাড়ির লোককে বলে তেমন কিছু হয়নি । এর পরেই বাড়ির লোক যখন চাপ সৃষ্টি করে তখন তারা বলে এই কথা যেন বাইরে কাউকে বলা না হয়। তাহলে বিষয়টা ভালো হবে না। পরিবারে আরও দাবি তার ছেলেকে দেখতে চাইলে মাকে দেখতে দেওয়া হয়নি। এরপর ব্যারাকপুরের কল্যাণী হাইরোডের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে তাকে নিয়ে আসা হয় ।তার পায়ের উপরের অংশে অনেকটাই চামড়া উঠে যাওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। পরিবারে আরও অভিযোগ তার ছেলেকে হসপিটালে না গিয়ে পায়ে বরফ দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct