নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: কলকাতার অন্যতম সংখ্যালঘু সাংস্কৃতিক সংগঠন আলিয়া সংস্কৃতি সংসদ উদ্যোগ নিল হারিয়ে যেতে বসা মুসলিম কবি সাহিত্যিকদের বলিষ্ঠ লেখনিগুলিকে বই আকারে প্রকাশ করার। বিশেষ করে রাজ্যে বৃহত্তর সাহিত্য পরিমণ্ডলে উপেক্ষিত মুসলিম কবি সাহিত্যিকদের রচনা সমগ্র সাহিত্য সমাজের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই এই প্রকাশনার উদ্যোগ নিচ্ছে আলিয়া সংস্কৃতি সংসদ। যদিও এই কাজে ইতিমধ্যে তারা হাত দিয়েছে। ঐতিহ্যময় সোহরাওয়ার্দি পরিবার সম্পর্কিত বই সহ এককালের কলকাতার ইংরেজি দৈনিক ‘দ্য মুসলমান’ পত্রিকার সম্পাদক মৌলভি মুজিবুর রহমান, ফয়জুন্ননেসা চৌধুরি প্রমুখদের নিয়ে বিভিন্ন গবেষণাধর্মী বই প্রকাশ করেছে আলিয়া সংসদ। এবার তারা আরও বৃহত্তর পরিসরে কাজ করার লক্ষে রবিবার পার্ক সার্কাসের আলিয়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক বিশেষ সভার আয়োজন করা হয়। এই সভায় সভাপতিত্ব করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার নুরুস সালাম। স্বাগত ভাষণে আলিয়া সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল্লাহ শামিম বলেন, ইসলামি মূল্যবোধকে সাহিত্যর মাধ্যমে যারা জাগরিত করেছেন তারা এই বাংলায় উপেক্ষিত রয়ে গেছে। সংখ্যাগুরু সমাজের সাহিত্য বলয়ে তাদের অমর সৃষ্টি উপেক্ষিত। তাই উপেক্ষিত মুসলিম কবি সাহিত্যিকদের রচনা গ্রন্থবদ্ধ করে সমাজের কাছে তুলে ধরার প্রয়াস নিয়েছে আলিয়া সংস্কৃতি সংসদ। এ প্রসঙ্গে তিনি জানান, ‘উজ্জয়নী’ নামে এক সাংস্কৃতিক পত্রিকা আলিয়া সংস্কৃতি সংসদ প্রকাশ করে এলেও তা অর্থের অভাবে নিয়মিত নয়। তাই তিনি সাহিত্য চেতনা সমৃদ্ধ সংখ্যালঘুদের কাছ থেকে মুসলিম সাহিত্যিকদের সাহিত্য রাজি বাঁচিয়ে রাখার তাগিদে গ্রন্থ প্রকাশনায় অর্থসাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আক্ষেপ করেন, বিশেষত বাংলার মুসলিমরা মুসলিম কবি সাহিত্যিকদের গ্রন্থাবলি কিনতে সেভাবে আগ্রহ দেখাচ্ছেন না। তাই তাদের সেই সৃষ্টি আড়ালে চলে যাচ্ছে। সেজন্য প্রবীণ লেখক সহ অতীত দিনে ঐতিহ্যময় সাহিত্যিকদের বিভিন্ন রচনা গ্রন্থবদ্ধ করতে বদ্ধ পরিকর আলিয়া সংস্কৃতি পরিষদ। তার জন্য কমপক্ষে মুসলিম কবি সাহিত্যিকদের বই কিনে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। সভাগৃহে উপস্থিত অনেকেই তার এই আহ্বানে সাড়া দিয়ে অর্থ সাহায্য করার প্রতিশ্রুতি দেন। সভা সঞ্চালনা করেন অধ্যাপক মীর রেজাউল করিম। এদিন উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, সৈয়দ নাসিরউদ্দিন, আমজাদ হোসেন, শামসুল আলম, আফসার আলি, মুহাম্মদ রিয়াজ, কামালউদ্দিন আহমেদ, সাইদুর রহমান, তায়েদুল ইসলাম প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct