নিজস্ব প্রতিবেদক, মহেশতলা, আপনজন: ছেলে ধরা সন্দেহে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে গণপ্রহার। এরই মধ্যে নতুন আতঙ্ক। দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশ তলায় অজানা জন্তু আতঙ্কে আতঙ্কিত গ্রামবাসীরা । লাঠি হাতে পাহারায়, চোখে ঘুম ছুটলো সারারাত। খবর দেওয়া হয়েছে বনদফতরকে।
সিসিটিভির ফুটেছে এলাকায় দাপাতে দেখা গিয়েছে ওই অজানা জন্তু গুলিকে। সংখ্যায় তারা রয়েছে দুটি। কখনো পুকুরে ঝাঁপ দিচ্ছে কখনো আবার পরিতক্ত বাড়িতে ছুটে বেড়াচ্ছে। দেখতে অনেকটা বন্য শুয়োরের মত। নাকের উপর রয়েছে সূচালো অংশ। ঘাড়ভর্তি লোমে। গায়ের রং কুচকুচে কালো। সন্দেহ হলেই দাপিয়ে বেড়াচ্ছে দুটি জন্তু মহেশতলায়।দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলায় রাতে জোড়া অজানা জন্তুর দেখে আতঙ্কিত স্থানীয়রা। সারা রাত্রি বাঁশ ,লাঠি হাতে পাহারায়, ঘটনাস্থলে পুলিশের নজরদারি। ঘটনাটি মহেশতলার ২৯ নম্বর ওয়ার্ডের চক কৃষ্ণনগর ধাড়াপাড়ায়। রাতে এক জোড়া অজানা জন্তুর দেখে আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকা। এলাকার যুবকেরা হাতে বাঁশ ও লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে ।এলাকায় ছড়ায় চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে খবর দেয় বনদপ্তরকে।
এলাকার সিসিটিভিতে ধরা পড়ে অজানা জন্তুরের ছবি। যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে।
বনদপ্তরের লোকজনও রাত্রে এসে পৌঁছায়, সিসিটিভি ফুটেজ দেখে জন্তু দুটির রহস্য জানার চেষ্টা করে বনদপ্তর এবং প্রশাসন। বনদপ্তর এবং প্রশাসনের কাছ থেকে কোনোরুপ সঠিক তথ্য জানতে না পারায়, সারা রাত্রি পাহাড়ার মধ্যে দিয়ে আতঙ্কে থাকে এলাকার মানুষ, তবে সকাল হতে তাদের দেখা মেলেনি। তবে এলাকায় বনদপ্তর ও পুলিশ এখনো পর্যন্ত তদন্ত চালাচ্ছে। শুরু হয়েছে অজানা জন্তুর খোঁজে তল্লাশি অভিযান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct