আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: বোলপুরে রজতপুর গ্রামে তিনজনকে পুড়িয়ে মারার অভিযোগে দুজনকে গ্রেফতার। আজ মর্মান্তিক হত্যাকাণ্ডে ফরেনসিক দল গ্রামে পৌঁছালো তদন্তের জন্য। ঐ গ্রামে যে নারকীয় হত্যা লীলা ঘটানো হয়েছিল গতকাল স্মৃতি বিবিকে পুলিশ গ্রেপ্তার করেছিল আজ ঘটনার মূল অভিযুক্ত চন্দন ইসলামকে পুলিশ অবশেষে মুর্শিদাবাদ থানার নবগ্রাম থেকে গ্রেফতার করে নিয়ে এসেছে। অপরদিকে স্মৃতি বিবি কে আজ বোলপুর কোটে তোলা হয়। তিনি নিজে স্বীকারোক্তি দিয়েছেন এই ঘটনায় তিনি জড়িত। পুলিশ সাতদিন হেফাজতে নিয়েছে স্মৃতি বিবিকে। এই মর্মান্তিক দুর্ঘটনায় বীরভূম পুলিশ সুপার সাংবাদিকদের জানান অবৈধ সম্পর্কের বাধা দেওয়ার জন্যই এই মর্মান্তিক ঘটনা। পুলিশ সুপার আর ও জানান কিভাবে এই হত্যা লীলা চালানো হয়েছিল। প্রথমে ক্লোরোফম ব্যবহার করা হয়েছিল তারপর পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হয় চার বছরের শিশুসহ বাবা-মাকে। এই মর্মান্তিক ঘটনা প্রেমিক-প্রেমিকা দুজনেই স্বীকার করে নিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct