সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং, আপনজন: রাস্তার উপর পড়ে থাকা দুর্ঘটনাগ্রস্থ রক্তাক্ত প্রতিবন্ধী এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেনয়মানবিক দুই যুবক।রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার নোনাঘেরী এলাকায়।জখম ব্যক্তির নাম সুনীল দাস। তার বাড়ি মাতলা ২ পঞ্চায়েতের মিঠাখালি গ্রামে।
বর্তমানে ওই প্রতিবন্ধী ব্যক্তি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন রাতে প্রতিবন্ধী সুনিল দাস রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন। সেই সময় একটি অটো-টোটো পাশ দেওয়া নিয়ে বচসা হয়।টোটো চালক প্রতিবন্ধী ওই ব্যক্তিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। সুযোগ বুঝে পালিয়ে যায় অটো চালকও।দুর্ঘটনায় প্রতিবন্ধী ওই ব্যক্তির ডান পা মারাত্মক জখম হওয়ায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে কান্নাকাটি করছিলেন।এমন ঘটনা দেখে এগিয়ে আসেন স্থানীয় দুই যুবক সুমন রায় ও ছোট্টু অধিকারী।তারা দুর্ঘটনাগ্রস্থ প্রতিবন্ধী ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
ছোট্টু অধিকারী জানিয়েছে, দুর্ঘটনা ঘটেছিল।রাতের অন্ধকারে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যন্ত্রণায় কাৎরাচ্ছিল সুনীল।আমি ও আমার এক প্রতিবেশী সুমন রায় উদ্ধার করি। দুজনে মিলে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাই।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct