সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বেসরকারী ইস্পাত কারখানায় গলিত লোহায় ঝলসে গুরুতর আহত অন্তত ন’জন শ্রমিক। শনিবার সন্ধ্যায় বড়জোড়ার ঘুটগড়িয়া শিল্পাঞ্চলের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, এদিন ওই বেসরকারী কারখানার দ্বিতীয় সিফটের প্রায় শেষ পর্যায়ের কাজ চলছিল। সেই সময় হঠাৎ করেই গলিত লোহা নিচে দাঁড়িয়ে থাকা ওই শ্রমিকদের উপরে পড়ে। তাতেই গুরুতর আহত হন ন’জন শ্রমিক। প্রথমে ওই শ্রমিকদের বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় আট জনকে দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।
এদিন এই খবর জানিয়ে ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ মণ্ডল বলেন, দূর্ঘটনার খবর পেয়েই আমরা অ্যাম্বুল্যান্স ও দমকল পাঠাই।
তবে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কোন ব্যবস্থা করেনি কারখানা কর্তৃপক্ষ, তারাই বাইরে থেকে নিয়ে যাওয়া গাড়ি করে হাসপাতালে পাঠান বলে তিনি দাবি করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct