নিজস্ব প্রতিবেদক, ভাঙড়, আপনজন: ঘটনাটি ভাঙড় প্রাইমারি স্কুলের। এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় ২ নম্বর ব্লকের ভাঙড় থানার ঢিলছড়া দূরত্বেই ভাঙড় প্রাইমারি স্কুলের সামনে স্কুলের বাচ্চা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে অজ্ঞাত ব্যক্তিরা। স্থানীয় সূত্র জানা যায় ভাঙড় প্রাইমারি স্কুলে আসছিল স্কুল পড়ুয়া দুই শিশু বাচ্চা। সেই সময় স্কুলের গেটের কাছে আসতে না আসতেই একটি ওমিনি মারুতি গাড়ি করে দই যুবক মুখে মাক্স পড়ে ওই দুই শিশু বাচ্চাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ছেলেধরা বলে অভিযোগ তুলে সেই সময় চিল্লাচিল্লি করলে স্থানীয় মানুষজন ছুটে আসার সাথে সাথেই ওই শিশু বাচ্চা দুজনকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় ওমিনি মারুতি গাড়িতে থাকা দুই যুবক।
এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনা স্থলে যায় ভাঙড় থানার পুলিশ এরপর পুলিশ গিয়ে ওই গাড়িটিকে ধাওয়া করে খোঁজার চেষ্টা করে কিন্তু খুঁজে না পাওয়াই সিসিটিভি ফুটে খতিয়ে খোঁজার চেষ্টা করতে পুলিশ অন্যদিকে ওই শিশু স্কুল পড়ুয়া বাচ্চা দুজনকে উদ্ধার করে ভাঙড় থানায় নিয়ে আসে ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা পাশাপাশি এই ঘটনার পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে ভাঙড় থানার পুলিশ।
অন্যদিকে পুলিশের নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন স্থানীয় মানুষজন ও স্কুল পড়ুয়াদের গার্জেনরা, স্থানীয়দের অভিযোগ স্কুলের সামন থেকে এভাবে যদি স্কুলের বাচ্চাদের তুলে নিয়ে যায় তাহলে তারা কিভাবে স্কুলে পাঠাবে তাদের বাচ্চাদের নিরাপত্তা নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে স্থানীয় বাসিন্দারা।
অন্যদিকে ওই ভাঙড় প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তিনি জানান বিষয়টি আমি স্কুলে এসে শুনেছি যে দুজন বাচ্চাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু নিয়ে যেতে পারিনি। এখানে সব গার্জেনরা এসেছে এরকম ঘটনা যাতে না ঘটে আমরা স্কুলের তরফ থেকে ব্যবস্থা নেব এবং সজাগ থাকবো পাশাপাশি প্রশাসনকে ব্যবস্থা নিতে বলবো যাতে কোন বাচ্চাকে স্কুলের বাইরে থেকে তুলে নিয়ে না যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct