সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: একদিকে প্রশাসনিক নিয়ম-নীতি মেনে আইনের রক্ষা তাদের কর্তব্য, অন্যদিকে মানুষের পাশে সর্বদা থাকা তাদের সামাজিক দায়বদ্ধতা। যাদের পোশাকি নাম পুলিশ। পুলিশ সম্পর্কে এক-এক জনের এক-এক রকম ধারণা। সেই পুলিশের সহযোগিতায় পাকা বাড়ি পেল এক অসহায় পরিবার।
ঘটনা মাস কয়েক আগের। সাগরদিঘী থানার জগদল গ্রামে এক কর্মসূচিতে যায় স্থানীয় এক সেচ্ছাসেবী সংস্থা সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসের চোখে পড়ে, ওই গ্রামে তিনজন প্রতিবন্ধী শিশু নিয়ে ভগ্নাবস্থায় থাকা একটি বাড়িতে বসবাস করছে এক অসহায় পরিবার।
সেই কথা সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রায়ের কানে পৌঁছায়। সেখানে গিয়ে ওসি বিজন রায় পাকা বাড়ি তৈরির আশ্বাস দেন। সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রায়ের সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা মাত্র কয়েক মাসের মধ্যে পাঁকা বাড়ি তৈরি করে। ভাঙা ঘরের জায়গায় ইট-কংক্রিটে গাঁথা পাকা বাড়ি পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ওই পরিবারের সদস্যরা।
অনেকের মত, প্রশাসনিক স্তরের সকল আধিকারিক যদি এধরনের মানবিক হন, তবে সমাজ অনেকটাই বদলে ফেলা সম্ভব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct