নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, আপনজন: সংসদের সামনের অধিবেশনে খড়গপুর সমস্যা কে সামনে রাখতে চাইছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ জুন মালিয়া।
কয়েক দশক ধরে খড়গপুর রেল শহরে রেল প্রশাসন বনাম রাজ্য প্রশাসনের মতপার্থকের জেরে একাধিক উন্নয়ন থমকে রয়েছে। প্রতিটি নির্বাচনে জনপ্রতিনিধিরা সেই সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণী পার করে ফেলে। নির্বাচন শেষ হলে সে সমস্যা সমাধান করতে পারেনি বাম আমলের সাংসদরা সহ গত বারের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ নিজেও। তবে নির্বাচন শেষ হতেই জুন মালিয়া জানিয়েছিলেন খড়্গপুরের এই সমস্যার হাল এবার আমি ধরবো। রবিবার মেদিনীপুর শহরে একটি অনুষ্ঠানে এসে সেই কথাই আরো একবার জানিয়ে গেলেন তিনি।
মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির চক এলাকায় রথযাত্রা উদ্বোধনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জুন মালিয়া।
সেই অনুষ্ঠান উদ্বোধন পর্বের পর সাংবাদিকদের সামনে বলেন-” ঈশ্বরের কৃপায় মানুষের আশীর্বাদ আমি পেয়েছি। জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করব মানুষের যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমি জয়ী হয়েছি তা যেন পূরণ করতে পারি। সব থেকে বড় সমস্যা মেদিনীপুর লোকসভা খড়গপুর রেলশহর। ওই এলাকায় একাধিক উন্নয়ন থমকে রয়েছে।
রেল কলোনি এলাকার বাসিন্দাদের সেই সমস্যা নিয়ে সংসদের সামনের অধিবেশনে বার্তা রাখবো। আমি শুরু থেকেই এই বিষয়টার সমাধানের পদক্ষেপ নিয়ে এগোবো। এজন্য রেলওয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে আমার।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct