আপনজন ডেস্ক: শ্রীলঙ্কা জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হয়েছেন সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া। ৫৫ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারকে ভারত ও ইংল্যান্ড সিরিজে দল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। জয়াসুরিয়া গত মাসে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের পরামর্শক ছিলেন। বিশ্বকাপের পর প্রধান কোচ ক্রিস সিলভারউড ও আরেক পরামর্শক মাহেলা জয়াবর্ধনে পদত্যাগ করেছেন। জয়াসুরিয়া অন্তর্বর্তী সময়ের জন্য কোচ হওয়ার আগে দুই দফায় প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ—আইসিসির দুটি বড় টুর্নামেন্ট থেকেই প্রথম পর্বে বাদ পড়ে শ্রীলঙ্কা। এর মধ্যে ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতায় আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফিতেও জায়গা করতে পারেনি ’৯৬-এর বিশ্ব চ্যাম্পিয়নরা। নতুনভাবে শুরুর পালায় চলতি মাসেই ভারতকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আতিথেয়তা দেবে শ্রীলঙ্কা। তিন টি-টোয়েন্টির সিরিজ শুরু হবে ২৭ জুলাই, তিন ওয়ানডের সিরিজ শেষ হবে ৭ আগস্ট। এরপর ইংল্যান্ডে গিয়ে তিন টেস্টের সিরিজ খেলবে দলটি।
সিলভারউডের উত্তরসূরি হিসেবে কোচ চূড়ান্তে সময় নিতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। যে কারণে সামনের দুটি সিরিজ সামালের জন্য দলের সঙ্গে থাকা জয়াসুরিয়াকেই দায়িত্ব দেওয়া হয়েছে। ২০১১ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা জয়াসুরিয়া গত ডিসেম্বরে হাই পারফরম্যান্স সেন্টারের পরামর্শকের দায়িত্ব পান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তাঁকে জাতীয় দলের সঙ্গেও যুক্ত করা হয়। গুঞ্জন আছে, জয়াসুরিয়াকে জাতীয় দলে যুক্ত করাতেই জয়াবর্ধনে পরামর্শকের চাকরি ছেড়েছেন। খেলা ছেড়ে দেওয়ার পর দুই দফায় প্রধান নির্বাচক থাকা জয়াসুরিয়া ২০২১ সালে অস্ট্রেলিয়ার তৃতীয় স্তরের ক্লাব মালগ্রেভ ক্রিকেট ক্লাবকে কোচিং করিয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct