আপনজন ডেস্ক: ইউরো-অধ্যায়টা হতাশায় শেষ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে রোনালদোর পর্তুগাল। ইউরোর এবারের আসরে তেমন কোনো ভূমিকাই রাখতে পারেননি ‘সিআর সেভেন’। পাঁচ ম্যাচ খেলে করতে পারেননি কোনো গোলও। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর থেকেই নানা কারণে আলোচনায় পর্তুগিজ মহাতারকা। একদিকে রোনালদোকে পারফরম্যান্সের কারণে যেমন সমালোচনার মুখে পড়তে হচ্ছে, অন্যদিকে কথা হচ্ছে তাঁর সম্ভাব্য অবসর নিয়েও। যদিও রোনালদোর অবসর নিয়ে এখনো কোনো কথা হয়নি বলে জানিয়েছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ।
নানা আলোচনার মধ্যে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন রোনালদো। সেই বার্তায় নিজের অবসর নিয়ে কিছু না বললেও ইউরো থেকে এমন হতাশাজনক বিদায় প্রত্যাশা করেননি বলে মন্তব্য করেছেন এই আল নাসর তারকা। পাশাপাশি পর্তুগিজ ফুটবলের উন্নতির ধারা অব্যাহত থাকার প্রত্যাশার কথাও বলেছেন রোনালদো। এবারের ইউরোয় আরও বেশি প্রত্যাশা ছিল জানিয়ে রোনালদো লিখেছেন, ‘আমরা আরও বেশি চেয়েছিলাম। আমাদের আরও বেশি প্রাপ্য ছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct