আপনজন ডেস্ক: ব্রিটেনে নবনির্বাচিত কিয়ার স্টারমার দেশটির ৫৮তম প্রধানমন্ত্রী। এই ৫৮ প্রধানমন্ত্রীর মধ্যে স্টারমারসহ ৩১ জনই বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, ৩১ জনের মধ্যে ১৩ জন অক্সফোর্ডরে ক্রাইস্ট চার্চে, ৩ জন ট্রিনিটিতে, ৪ জন ব্যালিওলে, ২ জন ব্রেসনোজে ও ১ জন করে হার্ট ফোর্ড (সাবেক হার্টহল), জিসাস কলেজ, সেন্ট হিউজ, সেন্ট জনস, সোমারভিল, ইউনিভার্সিটি কলেজ, সেন্ট এডমন্ড হল, মার্টন ও লিঙ্কনে লেখাপড়া করেছেন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী হন আর্ল অব উইলমিংটন। অক্সফোর্ডের ট্রিনিটি কলেজের এই ছাত্র হুইগ পার্টির নেতা ১৭৪২ সালের ফেব্রুয়ারি থেকে ১৭৪৩ সালের জুলাই পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হন হার্ট হলের (বর্তমান হার্টফোর্ড) ছাত্র হেনরি পেলহাম, ক্রাইস্ট চার্চের জর্জ গ্রেনভিলে, ট্রিনিটির আর্ল অব চ্যাটহাম, ট্রিনিটির লর্ড নর্থ, ক্রাইস্ট চার্চের ডিউক অব পোর্টল্যান্ড, ক্রাইস্ট চার্চের আর্ল অব শ্যালবোর্ন, ব্রাসেনোসের হেনরি এডিংটন, ক্রাইস্ট চার্চের লর্ড গ্রেনভিলে, ক্রাইস্ট চার্চের আর্ল অব লিভারপুল, ক্রাইস্ট চার্চের জর্জ কেনিং, ক্রাইস্ট চার্চের স্যার রবার্ট পিল, ক্রাইস্ট চার্চের আর্ল অব ডার্বি, ক্রাইস্ট চার্চের উইলিয়াম ইউয়ার্ট গোল্ডস্টোন, ক্রাইস্ট চার্চের আর্ল অব রোজবেরি, ক্রাইস্ট চার্চের মারকুজ অব সালিসবারি, ব্যালিওলের এইচ এইচ আশকুইথ, ইউনিভার্সিটি কলেজের ক্লামেন্ট আটলি, ক্রাইস্ট চার্চের অ্যান্থনি ইডেন, ব্যালিওলের হ্যারল্ড ম্যাকমিলান, ক্রাইস্ট চার্চের স্যার আলেস ডগলাস হোম, ব্যালিওলের এডওয়ার্ড হিথ, জেসাসের হ্যারল্ড উইলসন, সোমারভিলের মার্গারেট থেচার, সেন্ট জোনসের টনি ব্লেয়ার, ব্রাসেনোর ডেভিড ক্যামেরন, সেন্ট হিউজের থেরেসা মে, ব্যালিওলের বরিস জনসন, মার্টনের লিজ ট্রাস, লিঙ্কনের ঋষি সুনাক এবং সেন্ট এডমন্ড হলের কিয়ার স্টারমার।
উল্লেখ্য, ১০৯৬ সালে প্রতিষ্ঠিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংরেজিভাষী বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং ইতালির ইউনিভার্সিটি অফ বোলোগনার পর বিশ্বের দ্বিতীয়-প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct