আপনজন ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির দাবি নিয়ে ইসরায়েলি সরকারের ওপর চাপ প্রয়োগে আবারও বিক্ষোভ করছেন সাধারণ ইসরায়েলিরা। এ সময় বিক্ষোভকারীরা মন্ত্রিদের বাড়িঘর ভাঙচুর এবং রাস্তাঘাট বন্ধ করে দেয়। রোববার (৭ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরারা বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এছাড়া পুলিশি বাধার আগেই তারা তেল আবিব ও জেরুজালেম হাইওয়েতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
গত ৯ মাস ধরে গাজায় চলা ইসরায়েলি হামলার মধ্যে সম্প্রতি জিম্মিদের ফিরিয়ে আনতে একটি চুক্তি আশার আলো দেখতে যাচ্ছে। তবে উভয় পক্ষের সহযোগিতার অভাবে চুক্তিটি স্বাক্ষরিত হচ্ছে না।
এদিকে গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে অধিকাংশ নারী ও শিশু।
বিক্ষোভকারীদের কয়েকটি দল পোস্টার হাতে নিয়ে কয়েকজন মন্ত্রী ও এমপিদের বাড়ির সামনে গিয়ে ব্যর্থ, ব্যর্থ বলে চিৎকার করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct