আপনজন ডেস্ক: জমিয়ত উলামা-ই-হিন্দের এক প্রতিনিধি দল হাথরসের সুকনা গ্রামে ‘ভোলে বাবা’র সৎসঙ্গ অনুষ্ঠানে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করল শনিবার। সেই সঙ্গে আহতদের সঙ্গে দেখা করে তাদের অবস্থার খোঁজ নিলেন জমিয়তে উলামায়ে হিন্দের সদস্যরা। তারা এরপর জানান, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানির নির্দেশে প্রতিনিধি দলটি ঘটনার দ্বিতীয় দিন থেকে হাথরাস পরিদর্শন শুরু করে। শনিবার এটি ছিল প্রতিনিধি দলের তৃতীয় সফর। এর সদস্যরা সোখনা গ্রামে পৌঁছায়, যেখানে একই বাড়ির তিনজনসহ মোট চারজন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। এসময় নিহতদের পরিবারকে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানীর বার্তাও তারা তুলে ধরেন যাতে তিনি বলেন, ধর্মের ঊর্ধ্বে উঠে মানবতার ভিত্তিতে ত্রাণ ও কল্যাণমূলক কাজ করে জমিয়ত। দুর্ঘটনার সময় কে হিন্দু আর কে মুসলমান সেই প্রশ্ন আসে না।
সাম্প্রদায়িক লোকেরা হৃদয়ে দূরত্ব তৈরি করে, আর জমিয়তে উলামায়ে হিন্দের মূলনীতি সবসময়ই বিপদের সময় মানুষের সেবা। আল্লাহ আপনাদের এই শোক সহ্য করার ধৈর্য দান করুন। এ বিষয়ে নিহতের স্বজনরা অশ্রুসিক্ত চোখে বলেন, দুর্ঘটনার পর সরকার ছাড়াও সৎসঙ্গের আয়োজকরা আমাদের কাছে আসেনি, কেউ আমাদের সান্ত্বনা দেয়নি। শুধু আপনারাই আমাদের সাথে দেখা করতে এসে আমাদের সান্ত্বনা দিয়েছিলে। এজন্য আমরা মাদানি সাহেবকে ধন্যবাদ জানাই।
এ ব্যাপারে মাওলানা সৈয়দ আশহাদ রশিদী জেলা শাখার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে প্রতিনিধি দলটি জানিয়েছে। হাথরাস জমিয়ত উলামা সভাপতি মাওলানা মুহাম্মদ রমজান কাসমি এবং সাধারণ সম্পাদক মাওলানা ফুরকান নদভি তাদের সহকর্মীদের সাথে ক্রমাগত ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করে যোগাযোগ রাখছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct