আপনজন ডেস্ক: জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ আপত্তিকর পোস্ট করার অভিযোগে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা দায়ের করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের মতে, সদ্য কার্যকর হওয়া ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৭৯ ধারায় (শব্দ, অঙ্গভঙ্গি বা কোনও মহিলার শালীনতাকে অপমান করার উদ্দেশ্যে কাজ) এফআইআর দায়ের করেছে জাতীয় মহিলা কমিশন। পুলিশ তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, জাতীয় মহিলা কমিশনের প্রধান শর্মা পদপিষ্ট হওয়ার ঘটনাস্থলে পৌঁছেছেন এবং এক ব্যক্তি ছাতা হাতে পিছনে হেঁটে যাচ্ছেন। সেই পোস্ট উদ্ধৃত করে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রশ্ন করেন, কেন জাতীয় মহিলা কমিশনের প্রধান নিজের ছাতা বহন করতে পারলেন না। সেই প্রশ্নের উত্তরে মহুয়া মৈত্র লেখেন, “উনি বসের পাজামা ধরে রাখতে ব্যস্ত”।যদিও পরে পোস্টটি ডিলিট করে দেওয়া হয়। তার ভিত্তিতেই এফআইআর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct