আপনজন ডেস্ক: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাগান্ধি রবিবার লোকো পাইলটদের দুর্দশার কথা উল্লেখ করেছেন এবং দৃঢ়তার সাথে বলেছেন ইন্ডিয়া জোটের সাংসদরা তাদের অধিকার এবং কাজের অবস্থার উন্নতির জন্য সংসদে আওয়াজ তুলবেন।
নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে লোকো পাইলটদের সাথে তাঁর সাম্প্রতিক কথোপকথনের সময় রাহুল এই সম্পর্কে এক্স-এ মন্তব্য করেন।
প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, নরেন্দ্র মোদীর সরকারে লোকো পাইলটদের জীবনের রেলগাড়ি পুরোপুরি লাইনচ্যুত করা হয়েছে।
তিনি বলেন, লোকো পাইলটরা গরমে ফুটন্ত কেবিনে বসে দিনে ১৬ ঘণ্টা কাজ করতে বাধ্য হচ্ছেন।
যে মানুষগুলোর ওপর কোটি কোটি জীবন নির্ভরশীল, তাদের নিজেদের জীবনের প্রতি কোনো আস্থা নেই। প্রস্রাবখানার মতো মৌলিক সুবিধা থেকেও বঞ্চিত, লোকো পাইলটদের কাজের সময়েরও কোনও সীমা নেই, ছুটিও পান না। যার জেরে তাঁরা শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ছেন এবং অসুস্থ হয়ে পড়ছেন।
এ অবস্থায় লোকো পাইলটদের দিয়ে ট্রেন চালাতে বাধ্য করা তাদের এবং যাত্রীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে।
লোকো পাইলটদের অধিকার ও কাজের পরিবেশ উন্নয়নে সংসদে আওয়াজ তুলবে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া)।
কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রাহুল গান্ধি বলেন, এই ছোট আলোচনা দেখে আপনিও তাদের বেদনা অনুভব করতে পারবেন।
ভিডিওতে লোকো পাইলটরা রাহুলের কাছে বিশ্রামের অভাব, ছুটি না পাওয়া এবং “অমানবিক কাজের পরিবেশ” সম্পর্কে অভিযোগ করেছেন।
শনিবার অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের দক্ষিণ জোনের সভাপতি রাহুলের হাতে স্মারকলিপি তুলে দিয়ে সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনার জন্য খারাপ কাজের পরিবেশকে দায়ী করেন।
শুক্রবার নয়াদিল্লি রেল স্টেশনে প্রাক্তন কংগ্রেস সভাপতি এবং লোকো পাইলটদের মধ্যে কথোপকথনের আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আর কুমারেসান পিটিআইকে বলেছেন, তারা রেলওয়েতে চালক ও যাত্রীদের “গুরুতর সুরক্ষা সমস্যা” রাহুলের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন। দিল্লি ডিভিশনের বাসিন্দা নন এবং বাইরে থেকে আনা লোকো পাইলটদের সঙ্গে রাহুল গান্ধির দেখা হয়েছিল বলেও রেলের দাবির বিরোধিতা করেছে ট্রেন চালক ইউনিয়নগুলি।
শুক্রবার রাহুল গান্ধি নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে লোকো পাইলটদের ক্রু লবি পরিদর্শন করার পরে, উত্তর রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেছিলেন যে মনে হচ্ছে রাহুল লোকো পাইলটদের সাথে দেখা করেছেন যারা নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের ক্রু লবির সদস্য নন।
শুক্রবার রাহুলের কাছে একদল লোকো পাইলট অভিযোগ করেছিলেন “কম কর্মীর কারণে অপর্যাপ্ত বিশ্রাম” ট্রেন দুর্ঘটনার কারণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct