নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: তৃণমূল যুব সভাপতির নাম নিয়ে ভুয়ো ফোন কলে টাকা দাবি, টাকা নিতে এসে হাতেনাতে ধৃত প্রতারক। অভিযোগ, হাওড়া জেলা তৃণমূল যুব সভাপতির নাম ব্যবহার করে ওই ভুয়ো ফোন করা হয়েছিল। ফোনে একাধিক ব্যবসায়ীর কাছে রথের অনুষ্ঠানের জন্য টাকা দাবি করা হয়েছিল। রামরাজাতলা জগাছা এলাকার এক ব্যবসায়ী ওই ভুয়ো ফোন কল পেয়ে বিষয়টি দলের শিবপুর নেতৃত্বকে জানান। এর পাশাপাশি জগাছা থানায় যোগাযোগ করেন তিনি। এরপর ফাঁদ পেতে ওই ব্যক্তিকে টাকা নিতে আসতে বলা হয়। আজ সকালে টাকা নিতে এসে হাতেনাতে ধরা পড়ে যান বালির ওই ব্যক্তি।
ওই ব্যক্তিকে এদিন টাকা নিতে ডাকা হয় রামরাজাতলায়। সেখানেই আগেভাগে দাঁড়িয়েছিলেন তৃণমূলের যুব কর্মীরা ও জগাছা থানার পুলিশ। টাকার খাম নেওয়ার পরই প্রতারক ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়। পুলিশ তাকে আটক করে। চলছে জিজ্ঞাসাবাদ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct