নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: শনিবার মালদা শহরের সানাউল্লাহ মঞ্চে মালদা জেলার ১৮ টি বিদ্যালয়ের ৩০০ জন অষ্টম -নবম-দশম শ্রেণীর ছাত্র- ছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, মালদা এবং মালদা কলেজের কেরিয়ার কাউন্সিলিং এন্ড প্লেসমেন্ট গাইডেন্স সেলের উদ্যোগে অনুষ্ঠিত হল ক্যারিয়ার কাউন্সিলিংয়ের এক গুরুত্বপূর্ণ কর্মশালা। কর্মশালার শুরুতে অনুষ্ঠানের আলোচক চার জন ছাত্র - শারণ্য বৈদ্য (আই আই টি , খড়গপুর), নক্ষত্র সরকার (নিট ক্যুয়ালিফায়ার),অরিন্দম মজুমদার (বি ম্যাথ, আই এস আই ,ব্যাঙ্গালোর), অভিজিৎ রায় ( আই আই টি ক্যুয়ালিফায়ার ,আই আই টি ,খরগপুর) সহ সন্মানীয় অতিথি মানস বৈদ্য , বিজ্ঞান মঞ্চের সভাপতি কে পি সিং, কার্যকরী সভাপতি মনোরঞ্জন দাস , সম্পাদক সুনীল দাস, মালদা কলেজের ক্যারিয়ার কাউন্সিলিংয়ের ইন্দ্রজিৎ ঘোষ, সঞ্চালক পীযুষ সাহা প্রমূখদের বরণ করে নেওয়া হয়।। বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক জেলার শিক্ষা পরিস্থিতি ও মালদা কলেজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct