নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: শনিবার সন্ধ্যায় ছোট ছোট শিশুদের জন্য গণিত শিক্ষার পাঠ কেমন হওয়া উচিত তা নিয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করেছিল অনুসন্ধান কলকাতা। এদিন সূচনা বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ অমরেন্দ্র মহাপাত্র উপস্থিত শিক্ষক-শিক্ষিকা এবং আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বলেন এই ধরনের আলাপচারিতা আগামী প্রজন্মের মধ্যে অংক ভীতি কাটিয়ে তুলবে এবং অবশ্যই বিজ্ঞানমনস্ক করে তুলতে সাহায্য করবে। এই ধরনের অনলাইন আয়োজনের সঙ্গে সঙ্গে হাতে-কলমে সামনাসামনি কর্মশালা করারও তাগিদ দেন ডঃ মহাপাত্র। গণিতের প্রাথমিক শিক্ষা নিয়ে উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলাপচারিতায় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর দেবব্রত মজুমদার যোগ দেন। তিনি বলেন, গণিতে প্রচলিত পাঠ -পদ্ধতি আমাদেরকে অংকের প্রতি আকর্ষণ নয় বরং উল্টো মনোভাব তৈরি করে। শিশু অবস্থায় সংখ্যা পরিচিতি থেকে শুরু হয় অযৌক্তিক কিছু পদ্ধতি, ধীরে ধীরে তা যোগ, বিয়োগ, গুন-ভাগ, গসাগু-লসাগু, প্রায় সর্বক্ষেত্রেই ত বিস্তার লাভ করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক নায়ীমুল হক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct