অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: সেতুর দাবিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দ্বারস্থ গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে সেতুর দাবি জানানো হলেও সেই দাবি পূরণ না হওয়ায় এদিন উত্তর পূর্ব ভারতের উন্নয়ন ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দ্বারস্ত হন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি পত্র পেয়ে সেতু নির্মাণের জন্য সাংসদ তহবিল থেকে টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের নয়াবাজার এলাকায়পুনর্ভবা নদী পারাপারের জন্য সেতু না থাকায় এলাকার বেশ কয়েকটি গ্রামের লোকেদের দীর্ঘদিন ধরে নৌকার উপর ভরসা করতে হয়। গ্রামবাসীদের সমস্যা আরও তীব্র আকার নেয় বর্ষার সময়। সেতু না থাকায় খেয়া পারাপারের উপরে নির্ভর করতে হয় তাদের। যার ফলে বিভিন্ন সময় সমস্যায় পড়তে হয় তাদের পাশাপাশি স্কুল কলেজে পঠন-পাঠন করতে যেতেও সমস্যায় পড়েন এলাকার পড়ুয়ারা। এদিন নিজেদের দাবি পত্র কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হাতে তুলে দেবার জন্য বালুরঘাট স্টেশন থেকে মিছিল করে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে যান গ্রামবাসীরা। সেখানে সুকান্ত মজুমদারকে সেতুর দাবি জানান তারা। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সুকান্ত মজুমদার। এ বিষয়ে গ্রামবাসী রিংকি রায় বলেন, ‘বর্ষার সময় নদীর জল যখন বেড়ে যায় তখন সেতুর অভাবে যাতায়াত করতে আমাদের বেশ সমস্যায় পড়তে হয়। নৌকো করে আমাদের পার হতে হয়। সব সময় নৌকো পাওয়া যায় না। তাই আজ আমরা ফটকপাড়া এলাকা থেকে এসে আমাদের দাবি পত্র মন্ত্রীর সামনে তুলে ধরেছি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আমাদের সব কথা শুনবার পর আশ্বাস দিয়েছেন।’
এ বিষয়ে উত্তর পূর্ব ভারতের উন্নয়ন ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘ওই এলাকার মানুষ বহু কষ্ট করে যাতায়াত করেন। ছাত্র-ছাত্রীরা যাতায়াতে বেশ সমস্যায় পড়ে। আমি জেলা শাসকের কাছে অনুরোধ করেছি। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের টাকা থেকে সেতু নির্মাণ করবার জন্য অনুরোধ জানিয়েছি। প্রয়োজনে আমরা এমপি ল্যাডের টাকা থেকেও কিছুটা সাহায্য করব।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct