মনিরুজ্জামান, বাগদা, আপনজন: বুধবার অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। হাইভোল্টেজ এই উপনির্বাচনে নিজেদের প্রার্থীদের জয়ের লক্ষ্যে ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দলগুলো। শনিবার উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে মালিপোতা পঞ্চায়েত এলাকার নাটাবেড়িয়া ও কোনিয়াড়া-১ পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মসূচিতে ঝাঁঝালো বক্তব্য রাখেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি সন্দেশখালি কান্ডের ভিডিও ভাইরাল করার জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহসিকতাকে কুর্নিশ করেন ববি হাকিম। একই সঙ্গে তিনি বলেন,লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল সংখ্যক আসন জয় প্রমাণ করে বাংলার শান্তিপ্রিয় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। এবার বাগদা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুরের জয় নিশ্চিত। লোকসভা নির্বাচনে বাংলায় দিল্লি থেকে আগত মিথ্যাবাদী নেতারা বড় বড় বাতেলা দিয়েছিল।তাঁরা শূন্য হাতে ফিরে গেছে। বাংলায় এসে শুধু কুমিরের কান্না করে বিজেপির নেতারা। মতুয়াদের ঠকিয়েছে বিজেপি, নমঃশুদ্রদের ঠকাচ্ছে কেন্দ্রীয় বিজেপি দাঙ্গাবাজ সরকার। ববি হাকিম দৃঢ় কন্ঠে বলেন, বাংলার মানুষের সেবায় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
এদিনের এই জনসভায় বক্তব্য রাখেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক নারায়ণ গোস্বামী।ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস,বিধায়ক বীণা মন্ডল,বিধায়ক রহিমা মন্ডল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ,মধ্যমগ্ৰাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, সম্রাট সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct