আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কঠিন আসন বিরাট মার্জিন জয়ী মহুয়া মৈত্র দলনেত্রীকে উপহার দিয়েছে। তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ম্যাজিকে কার্যত উড়ে গিয়েছেন রাজমাতা তথা বিজেপির প্রার্থী অমৃতা রায়। সেই মহুয়া মৈত্রকে এবার বিরাট দায়িত্ব দিয়েছেন দলনেত্রী। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে ঘাসফুল ফোটাতে মমতার ভরসা মহুয়া মৈত্র এবং দলের বর্ষীয়ান নেতা শংকর সিং। রানাঘাট বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে বুথে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করছেন। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সংসদ মহুয়া মৈত্রকে ঘিরে দলের কর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। লোকসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি ৩৬০০০ হাজারেরও ভোটে এগিয়ে থাকলেও বিধানসভা উপনির্বাচনে প্রেক্ষিতে সম্পূর্ণ আলাদা। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর জোরদার প্রচার শুরু করেছেন। কৃষ্ণনগর ঘূর্ণি এলাকার বাসিন্দা মনোজ কুমারকে উপনির্বাচনে বিজেপি প্রার্থী করার নিয়ে দলীয় কর্মীদের মধ্যে বহিরাগত প্রার্থী নিয়ে ক্ষোভ রয়েছে দলের অন্তরেই। ফলে এই কেন্দ্রে কিছুটা হলেও বাড়তি অক্সিজেন যোগাচ্ছেন মুকুট। ২০২৪ লোকসভা নির্বাচন নিরিখে রানাঘাট বিধানসভায় বিজেপির প্রাপ্তি ভোট ১২৩৫৬৫। তৃণমূলের ঝুলিতে ৮৬৬৩২ ভোট বাম, কংগ্রেস জোটের দখলে ২০০১৯ ভোট। এই কেন্দ্রে বিজেপি লিড ৩৬ হাজারের বেশি। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে সব থেকে বড় ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন চাপড়া বিধানসভা। তাতে মহুয়া মৈত্র ঘনিষ্ঠ জেবের শেখ অবদান রয়েছে। রানাঘাট দক্ষিণে উপনির্বাচনে দলনেত্রী মহুয়া মৈত্রকে দায়িত্ব দিলেও কার্যত ঝাপিয়ে পড়েছেন তৃণমূল নেতা জেবের শেখ। ১০ ই জুলাই রানাঘাট দক্ষিণ বিধানসভায় উপ নির্বাচন। মমতার দেওয়া দায়িত্ব কাঁধে নিয়ে মুকুট মণি আসন ছিনিয়ে নিতে বদ্ধ পরিকর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct