আসিফা লস্কর, মগরাহাট, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার আমড়াতলা উত্তরপাড়ায় মারামারি সময় আহত হন আলাউদ্দিন সরকার নামে ৪২ বছরের এক ব্যক্তি। তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয়। অভিযোগের তীর ওই পরিবারে খুড়তুতো ভাইদের দিকে। জায়গা জমি নিয়ে দীর্ঘদিন চলছিল পারিবারিক বিবাদ আজ সেই বিবাদ পৌঁছালো চরমে, ঠেলাঠেলি থেকে হাতাহাতি,পরে মারামারি,খুরতুতো ভাইদের মারে অসুস্থ হয়ে পড়েন আলাউদ্দিন সরকার। তড়িঘড়ি তাকে বাড়ির লোক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। ঘটনাস্থলে আসেন মগরাহাট থানার পুলিশ। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা পলাতক। কি নিয়ে আজকের মারামারির সূত্রপাত কারা ঐ প্রতিবেশী তাদের সঙ্গে কি সম্পর্ক খতিয়ে দেখছে মগরাহাট থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct