দেবাশীষ পাল, মালদা, আপনজন: দু-চার নম্বর নয়। একলপ্তে ২৩ ও ২৭ নম্বর বৃদ্ধি পেল মালদার মানিকচক শিক্ষা নিকেতন হাইস্কুলের এক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে রীতিমতো সোরগোল পড়ল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক-অভিভাবিকা মহলে। জানা গেছে, মানিকচক শিক্ষা নিকেতন হাইস্কুলের সুদীপ্ত মন্ডল নামে এক পরীক্ষার্থী এবছর মাধ্যমিকে ওই স্কুল থেকে সর্বোচ্চ নম্বর পায়। তার প্রাপ্ত নম্বর ছিল ৬৪০। প্রাপ্ত নম্বরের মধ্যে অঙ্ক, জীবন বিজ্ঞান ও ভূগোলে একশোতে একশো পেলেও, সে ইতিমাসে মাত্র ৬১ নম্বর পায়। যা দেখে সন্দেহ দানাবাঁধে ওই পরীক্ষার্থী সহ স্কুল কর্তৃপক্ষের মনে। তাই স্কুলের পরামর্শ ওই পরীক্ষার্থী স্কুটনির জন্য আবেদন জানায়। সেই স্ক্রুটনিতেই ইতিমাসে একলপ্তে তার ২৩ নম্বর বৃদ্ধি পায়। ফলে বর্তমানে তার প্রাপ্ত মোট নম্বর বেড়ে হয় ৬৬৩। পাশাপাশি মানিকচক শিক্ষা নিকেতন হাইস্কুলের এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সুপ্রিয়া রজকের ২৭নম্বর বেড়েছে। সুপ্রিয়া জানায়, এডুকেশন, ইতিহাস এবং দর্শনে প্র্যাক্টিক্যালে তার কম নম্বর এসছিল। তাই সে স্কুলের সহযোগিতায় বোর্ডে এই বিষয়ে অভিযোগ জানায়। এরপর তিনটি বিষয়ে ৯ নম্বর কোরে মোট ২৭ নম্বর বৃদ্ধি পেয়েছে। ফলে তার সর্বমোট প্রাপ্ত নম্বর ৩৬৫ থেকে বেড়ে হয়েছে ৩৯১ নম্বর। এই ঘটনায় ক্ষোভের সুর শোনা যায় মানিকচক শিক্ষা নিকেতন হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত প্রামাণিকের গলায়।তিনি বলেন, যে সমস্ত শিক্ষক-শিক্ষিকারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখছেন, তাদের আরো যত্নবান ও সতর্ক হওয়া উচিত যাতে এইভাবে আর কোন পরীক্ষার্থীর বিড়ম্বনা না হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct