রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: বর্ষা পড়তেই ফের গঙ্গা ভাঙনের আতঙ্ক। লাগাতার বৃষ্টির জেরে ধ্বস নামলো মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কাকুরিয়া থেকে প্রতাপগঞ্জ এর ভেতর দিয়ে ধুলিয়ান যাওয়ার মূল রাস্তায়। যদিও ধ্বসের পরিমাণ অল্প হলেও রীতিমতো আতঙ্ক তারা করছে এই স্থানীয় গ্রামবাসীদের। যেকোনো মুহূর্তেই গঙ্গা ভাঙনের ফের তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে গোটা গ্রাম। উল্লেখ করা যেতে পারে, বিগত কয়েক বছর ধরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বিভিন্ন প্রান্তে ভয়াবহ গঙ্গা ভাঙন লক্ষ্য করা যাচ্ছে। শনিবার শামসের গঞ্জের প্রতাপগঞ্জে মূল রাস্তার পাশেই কিছুটা ফাটল লক্ষ্য করা যায়। পাশাপাশি নিত্য চলাচলের এই রাস্তাটিতে ধস দেখা দেয়। ধসের ফলে টোটো থেকে শুরু করে বাইক কিংবা সাইকেল কোন কিছুই পারাপার করানো যাচ্ছে না। ফলে প্রায় ৫ কিলোমিটার দূর দিয়ে ঘুরে ধুলিয়ান প্রবেশ করত হচ্ছে এলাকাবাসীদের।
অবিলম্বে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। ভাঙ্গন রোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আমজনতা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct