জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: পুরুলিয়া শহরে বেআইনি ভাবে পুকুর ভরাটের কাজে যুক্ত জমি কারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও পুকুর সংস্কারের দাবীতে পুরুলিয়া জেলা শাসকের দ্বারস্থ যুবশক্তির পুরুলিয়া শহর কমিটি।
আস্ত একটি পুকুর উধাও। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। পুরুলিয়া শহরের ৭ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী রামবাঁধ পাড়া এলাকায় একসময় চারটি পুকুর ছিল। রামবাঁধ, কালী বাঁধ, দুধকামরা বাঁধ ছাড়াও আরও একটি পুকুর ছিল। কিন্তু এই ৪ নং পুকুরটি আর বাস্তবে দেখতে পাওয়া যায় না। তবে গুগল ম্যাপে এই জলাভূমির স্থান স্পষ্ট পাওয়া যায়। এই এই পুকুরটি অনেক আগেই ভরাট করে বিক্রি করে দেওয়া হয়েছে এবং সেই এর উপরেই অনেকগুলি কংক্রিটের বাড়ি তৈরি হয়েছে। এখনো কিছুটা ফাঁকা জায়গা রয়েছে সেই পুকুরের সাক্ষী হিসেবে। বর্তমানে অবশিষ্ট তিনটি পুকুরও অবৈধভাবে ভরাট করার কাজ শুরু করেছে জমি মাফিয়ারা। এক সময় এই চারটি পুকুরের উপর কয়েক হাজার মানুষ নির্ভরশীল ছিল। কিন্তু বর্তমানে এলাকার হাজার হাজার মানুষ চরম সমস্যায় এই পুকুরগুলি ভরাট হওয়ার জন্য। পুকুর ভরাটের কাজে যুক্ত জমি কারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে ও পুকুর গুলি পুনঃরায় সংস্কারের দাবী যুবশক্তির পুরুলিয়া শহর কমিটির পক্ষ থেকে পুরুলিয়া জেলা শাসকের নিকট এবিষয়ে লিখিত ভাবে জানানো হলো শুক্রবার। পুরুলিয়া শহর যুবশক্তির পক্ষে কবির আনসারী বলেন, এই চারটি পুকুর ভরাটের কাজে যুক্ত সকলকেই উপযুক্ত কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এবং পুকুরগুলিকে পুনরায় সংস্কার করে মানুষের ব্যবহারের উপযোগী করে তুলতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct