আপনজন ডেস্ক: খেলা চলাকালীন মাঠেই অজ্ঞান হয়ে পড়েছিলেন আহমেদ রেফাত। এটা গত মার্চের ঘটনা। মিশরের এই ফুটবলার আজ সকালে ৩১ বছর বয়সে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন দায়িত্বরত চিকিৎসক। (ইন্না লিল্লাহি...)। রেফাত মিশর জাতীয় দলের খেলোয়াড়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সতীর্থ ও লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। মিসরের হয়ে ৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রেফাত ক্লাব পর্যায়ে খেলছিলেন ঘরোয়া ক্লাব মডার্ন ফিউচারে। গত ১১ মার্চ ফিউচার–ইত্তিহাদের ম্যাচের সময় শেষ দিকে হঠাই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে ম্যাচ স্থগিত করে রেফাতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েছিল রেফাতের। ৯ দিন কোমায় ছিলেন তিনি। একপর্যায়ে বাসায় ফিরে গেলেও রেফাত আর মাঠে ফেরেননি। সপ্তাহখানেক আগে দেওয়া সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন, আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর।
মিসরের গণমাধ্যমসূত্রে গোলডটকম জানায়, গত রাতে আবার হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় রেফাতের। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কার্ডিয়াক স্পোর্টস সেন্টারের পরিচালক ও চিকিৎসার দায়িত্বে থাকা দলের প্রধান আহমেদ আশরাফ ঈসা বলেন, রেফাত শনিবারের প্রথম ভাগেই মারা গেছেন।
সকালে রেফাতের মৃত্যুর খবর শোনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন সালাহ। লিভারপুল তারকা রেফাতের ছবির সঙ্গে তাঁর পরিবার ও প্রিয়জনদের ধৈর্য ধরার জন্য প্রার্থনা করেন। মিসরের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct