আপনজন ডেস্ক: হলুদ কার্ড নিষেধাজ্ঞায় কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে খেলতে পারবেন না ব্রাজিল উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। তাঁর জায়গায় এই ম্যাচে কে খেলবেন, সেই প্রশ্ন উঠেছে আগেই। গতকাল সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র জানিয়েছেন, ভিনিসিয়ুসের জায়গায় খেলবেন ১৭ বছর বয়সী স্ট্রাইকার এনদ্রিক।
গত বুধবার যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারার লেভিস স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১–১ গোলে ড্র করে ব্রাজিল। ম্যাচটিতে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়ুস। এর আগে প্যারাগুয়ের বিপক্ষে ৪–১ গোলে জেতা ম্যাচেও হলুদ কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালে নিষিদ্ধ তিনি। লাস ভেগাসে আগামীকাল ভারতীয় সময় সকাল ৭টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।
ভিনিসিয়ুসের বদলি নিয়ে সংবাদ সম্মেলনে দরিভাল বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়কে হারিয়েছি। তবে আমাদের কাছে এক তরুণও আছে, যে সুযোগের অপেক্ষায়। সম্ভবত এখন এনদ্রিকের জ্বলে ওঠার সময়।’
রিয়াল মাদ্রিদে দ্রুতই ভিনিসিয়ুসের সতীর্থ হবেন এনদ্রিক। চুক্তি হয়ে গেছে আগেই, বয়স ১৮ বছর পূর্ণ হলেই আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন রিয়ালে। এবার কোপা আমেরিকায় গ্রুপ পর্বে ব্রাজিলের হয়ে সবগুলো ম্যাচেই বদলি হিসেবে মাঠে নেমেছেন পালমেইরাস থেকে উঠে আসা এনদ্রিক। দরিভাল তাঁকে নিয়ে বলেছেন, ‘এনদ্রিক প্রথাগত ৯ নম্বর নয়, সে খেলা তৈরিও করতে পারে। সে মাঠে দৌড়ে খেলে এবং বিভিন্ন মুভ তৈরি করে।’
ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠলেও কোপায় এ পথ পর্যন্ত আক্রমণভাগে তেমন ভালো খেলতে পারেনি। আক্রমণে ধারাবাহিকতাও খুঁজছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। উরুগুয়ের বিপক্ষে দলের আক্রমণে ধারাবাহিকতা চাইলেন দরিভাল, ‘আশা করি আমরা গোল করার ধারাটা ধরে রাখতে পারব। আক্রমণভাগের খেলোয়াড়দের (বলের) জোগান দেওয়ার ওপরই মূলত কাজটা নির্ভর করে, যারা সুযোগটা কাজে লাগাবে, প্রতিপক্ষের রক্ষণসীমায় ঢুকে শেষ বাধাও টপকে যাবে...এটার ব্যত্যয় ঘটবে না।’
উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসাও সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুসকে নিয়ে কথা বলেছেন। আর্জেন্টাইন এই কোচের মতে, ভিনিসিয়ুসের বদলি হিসেবে ব্রাজিল যাঁকেই মাঠে নামাক, তাঁকে নিষ্ক্রিয় রাখা খুব সহজ হবে না, ‘মনে হয় না এটা (ভিনিসিয়ুসের অনুপস্থিতি) কোনো প্রভাব ফেলবে। ব্রাজিলে উইঙ্গারের অভাব নেই...তাই ভিনিসিয়ুসের বদলি যে–ই আসুক, তাকে নিষ্ক্রিয় রাখাটা সহজ হবে না।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct