সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে থেকে খবরের শিরোনামে উঠে এসেছিল মুর্শিদাবাদের রানীনগর বিধানসভা,ভোট মিটলেও কমেনি রাজনৈতিক হিংসা,সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন তার পরে এবারও শুরু হয়েছে রাজনৈতিক হিংসা।শনিবার সকালে হঠাৎই বোমার আওয়াজে ঘুম ভেংগে যায় এলাকাবাসীদের,স্থানীয় সূত্রে জানাযায় মুড়িমুরকির মত বোমার আওয়াজে কেঁপে উঠে রাণীনগরের দেপুটিপাড়া গ্রাম।সেই বোমার আঘাতে গুরুতর আহত হয় দুই তৃণমূল কর্মী আহতরা হলেন মুরসলিম মন্ডল ও জাহাঙ্গীর আলম মন্ডল।ঘটনায় আহত দের স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় গোধন পাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত দুজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন তাদের অবস্থার অবনতি হলে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিসলা পুলিশ বাহিনী যান ডোমকল এসডিপিও শুভম বাজাজ ও রানীনগর থানার ওসি বিদ্যুৎ সরকার। এসডিপিও র উপস্থিতে চলে এলাকায় পুলিশি টহলদারি ।ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত ন জন কে আটক করে রানীনগর থানার পুলিশ বলে সূত্রে খবর।পুলিশের চেষ্টায় এলাকা স্বাভাবিক রয়েছে।যদিও এলাকায় পুলিশি পিকেট বসানো হয়েছে বলে খবর।
আহত তৃণমূল কর্মীরা জানান তাদের দলের এক ছেলেকে শুক্রবার বিকেলে মারধর করেন জোটের কর্মীরা সেই বিষয়ে শনিবার সকালে হঠাৎই জোট ও তৃণমূলের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি তার পরে শুরু হয় বোমাবাজি আর সেই বোমাবাজিতে গুরুতর যখন হয় দুই তৃণমূল কর্মী ।যদিও অভিযোগ অস্বীকার করেন জোট কর্মীরা তারা কিছুই জানেনা হঠাৎ করে তৃণমূলের লোকজন এসে বোমাবাজি করেন আর সেই বোমের আঘাতে জখম হন তৃণমূলের কর্মীরা।
যদিও ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct