আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শনিবার নিট বাতিল করার দাবি জানিয়েছেন। তার দাবি, রাজ্যগুলিকে আগের মতো মেডিকেল কোর্সের জন্য তাদের নিজস্ব প্রবেশিকা পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হোক।
অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস আয়োজিত প্রি-কাউন্সেলিং ফেয়ারের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, নিটের অনিয়ম ২৩ লক্ষ পড়ুয়ার ভবিষ্যতকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। বসু বলেন, তাঁর সরকার ইতিমধ্যেই এই বিষয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে তবে এখনও কোনও উত্তর পাওয়া যায়নি। তাঁর দাবি, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আগে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা স্বচ্ছভাবে নিত। ব্রাত্য বসু অভিযোগ করেন, কেন্দ্রের মনোভাব দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে। গণতন্ত্রে আপনি রাজ্য সরকারগুলির মতামতকে উপেক্ষা করতে পারেন না, আপনি অ-বিজেপি সরকার দ্বারা পরিচালিত রাজ্যগুলিকে উপেক্ষা করতে পারেন না। ব্রাত্য বসু বলেন, ইউজিসি-নেট পরীক্ষায় কেন্দ্রের ভুল পরিচালনা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ শিক্ষক চাকরিপ্রার্থীর কেরিয়ারকে বিপন্ন করেছে।
কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে ইতিবাচক। দুর্গাপুজোর পর এই প্রক্রিয়া শুরু হবে। মেলার উদ্বোধন করার সময় ব্রাত্য বসু ছাত্রছাত্রীদের যে কোনও কোর্স করার আহ্বান জানান। তিনি বলেন, ডিজিটাল মিডিয়ার উত্থানের সাথে সাথে চতুর্থ শিল্প বিপ্লব শুরু হয়েছে।
তিনি আরও বলেন, একজন শিক্ষার্থী এখন বর্তমান ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে বিষয় নির্বাচন করতে পারবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct