নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: উত্তর প্রদেশের হাথরসে মর্মান্তিক দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করল জামাআতে ইসলামী হিন্দ। সংবাদমাধ্যমের উদ্দেশ্যে এক বিবৃতিতে জামাআতের সর্বভারতীয় সহ-সভাপতি অধ্যাপক ড. সেলিম ইঞ্জিনিয়ার দুঃখ প্রকাশ করে বলেন, ভিড়ের চাপে পদদলিত হয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। যাতে অন্তত ১৩০ জন পদপিষ্ট হয়ে নিহত হয়েছে। হতাহতদের অধিকাংশই মহিলা। এই হৃদয় বিদারক ঘটনায় জামাআতে ইসলামী হিন্দ গভীরভাবে দুঃখ ও শোক জ্ঞাপন করছে এবং নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছে। যদিও এই বিয়োগান্তক ঘটনায় শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই কঠিন সময়ে সান্ত্বনা জানানোর ভাষা আমাদের নেই।
রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এমন মর্মস্পর্শী দুর্ঘটনার নেপথ্য কারণ বা রহস্য উদঘাটনে সরকারের উচিত পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা। তাঁর কথায়, এক স্বঘোষিত ধর্মগুরুর আহ্বানে বহু মানুষের জমায়েত হয়েছিল। তাই সেখানে আপৎকালীন দুর্ঘটনা এড়াতে বা নিরাপত্তার জন্য পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা, সেটা জানতে পূর্ণাঙ্গ তদন্ত করা খুবই জরুরি। পাশাপাশি এতবড় দুর্ঘটনার জন্য জেলা প্রশাসনের সার্বিক ব্যর্থতাকে দায়ী করে জামআত নেতা সেলিম সাহেব বলেন, এত মানুষের ভিড় সামলাতে আয়োজকদের উদাসীনতা এবং পুলিশ-প্রশাসনের গাফিলতি অনস্বীকার্য। এছাড়া প্রশাসনিক স্তরে ওই প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য ছিল না। ফলে আকস্মিক কোনও দুর্ঘটনা ঘটলে কীভাবে আপৎকালীন পরিস্থিতির মোকাবিলা করা যায়, সে সম্পর্কে তারা অন্ধকারে ছিল। এসব কারণেই প্রশাসনের নাকের ডগায় এতবড় দুর্ঘটনা এবং অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct