সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং, আপনজন: সুন্দরবনকে বাঁচাতে এবং ভবিষ্যত প্রজন্মের জন্য নির্মল সবুজ পরিবেশ গড়ে তুলতে বৃক্ষ রোপণের কাজ শুরু করলেন শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবী আনোয়ার হোসেন কাসেমী। পাশাপাশি সাধারণ মানুষকেও বৃক্ষরোপণ করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।শুক্রবার বিকালে বাসন্তী থানার চুনাখালি জামিয়া জাকারিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় বিভিন্ন ধরনের ফলের চারাগাছ সহ অন্যান্য বৃক্ষরোপণ করেন।শিক্ষকের এমন উদ্যোগে বৃক্ষরোপণে সামিল হয় মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ এলাকার যুবক ফারুক আহমেদ সরদার সহ অন্যান্যরা।
এদিন প্রায় ৫০ টি বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয়। এমন বৃক্ষরোপণ প্রসঙ্গে সমাজসেবী আনোয়ার হোসেন কাসেমী জানিয়েছেন, ‘সুন্দরবন কে রক্ষা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আগামীর ভবিষ্যত প্রজন্ম যাতে করে নির্মল সবুজ দূষণমুক্ত পরিবেশে বড় হতে পারে তার জন্য এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এক বছরে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে পাঁচ হাজার চারাগাছ রোপণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct